বুধবার, ১৪ আগস্ট, ২০১৯, ১২:৪৪:৩৭

মুসলমান হিসাবে আমাদের উচিৎ নামাজ পড়া ও অন্যকে সাহায্য করা : সাকিব

মুসলমান হিসাবে আমাদের উচিৎ নামাজ পড়া ও অন্যকে সাহায্য করা : সাকিব

স্পোর্টস ডেস্ক : সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের উজ্জল নক্ষত্র সম্প্রতি পবিত্র হজ্বব্রত পালন করে এসেছেন। বর্তমানে এ তারকা ক্রিকেটার নিজের আঙুলের চিকিৎসার জন্য অস্ট্রেলিয়া অবস্থান করছেন।

এদিকে সম্প্রতি সময়ে হজ থেকে ফিরে আসার পর সাকিবের দেওয়া একটি স্পিস ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে তিনি মুসলমান হিসেবে আমাদের কি কাজ করা উচিৎ এসব কথাও বলেছেন।

সাকিব আল হাসান বলেন, ‘আমার বেশি জ্ঞান নেই, ইসলাম সম্পর্কে বেশি কিছু বলতে পারব না। কিন্তু ছোটখাট বিষয়ে হিসেবে আমি বিশ্বাস করি একজন ভালো মুসলমান হওয়ার জন্য যে জিনিসটা দরকার, সেটা আমাদের কাজে প্রমাণ করা উচিৎ। নামাজ পড়া ও অন্যকে সাহায্য করা।’

সাকিন আরো বলেন, ‘আমরা মুসলমান আমাদের এই প্রমাণটা রাখা উচিৎ যে আমরা সবসময় ভালো কাজ করি এবং মানুষের সাথে মিলে মিশে একত্রে থাকার চেষ্টা করি।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে