বুধবার, ১৪ আগস্ট, ২০১৯, ০৮:১৪:৫৭

বাংলাদেশের কোচ নিয়োগে ভারতের সিদ্ধান্তের অপেক্ষায় বিসিবি!

বাংলাদেশের কোচ নিয়োগে ভারতের সিদ্ধান্তের অপেক্ষায় বিসিবি!

স্পোর্টস ডেস্ক: ১৪ আগস্ট বুধবার ঢাকায় ইন্টারভিউ দিতে আসবেন কোচের সংক্ষিপ্ত তালিকায় থাকা মাইক হেসন কিন্তু ভেতরের খবর, তিনি আজ আসছেন না। আজ বুধবারই নয়, কাল (১৫ আগস্ট) জাতীয় শোক দিবসেও ঢাকায় পা রাখবেন না হেসন।

জানা গেল নতুন খবর, আজ কালই শুধু নয়, ১৭ আগস্টের আগে হয়ত ঢাকায় আসা হবে না হেসনের। কারণ বিসিবির দায়িত্বশীল এক সূত্র জানিয়েছে, এ মুহূর্তে বাংলাদেশের হেড কোচ নিয়োগ প্রক্রিয়াটি ভারতের হেড কোচ নিয়োগের সাথে সম্পর্কযুক্ত হয়ে গেছে।

আগামী ১৬ আগস্ট ভারতের হেড কোচের পরীক্ষা। এক সময় শোনা যাচ্ছিলো রবি শান্ত্রিই থেকে যাবেন। কিন্তু তাঁরা আগামী পরশু শুক্রবার নতুন হেড কোচের ইন্টারভিউ ডেকেছে।

সেখানে ছয়জনের মধ্যে আছেন বাংলাদেশের সম্ভাব্য কোচের তালিকায় থাকা মাইক হেসনও। মাইক হেসন, টম মুডি, রবি শাস্ত্রী, রবিন সিং, লালচাঁদ রাজপুত আর ফিল সিমন্স আছেন ভারতের কোচের শর্ট লিস্টে। সেখান থেকে একজনকে বেছে নেবে ভারতীয় ক্রিকেট বোর্ড।

বোঝাই যায় বিসিবি তাকিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড হেসনকে নেয় কি-না? বিসিসিআই যদি হেসনকে নিয়ে ফেলে তাহলে আর বিসিবির তাকে কোচ পদে নিয়োগ দেবার প্রশ্নই আসবে না। তখন অনিবার্যভাবে রাসেল ডোমিঙ্গো কিংবা আরেকজন নতুন বিকল্প খুঁজে নিতে হবে বিসিবিকে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে