শুক্রবার, ১৬ আগস্ট, ২০১৯, ০৮:২১:০০

২০২১ সাল পর্যন্ত ভারতীয় দলের নতুন কোচের নাম ঘোষণা

২০২১ সাল পর্যন্ত ভারতীয় দলের নতুন কোচের নাম ঘোষণা

স্পোর্টস ডেস্ক : যেমনটা ভাবা হয়েছিল, ঠিক তেমনটাই ঘটল বাস্তবে৷ ২০২১ সাল পর্যন্ত টিম ইন্ডিয়ার নতুন কোচ হিসেবে রবি শাস্ত্রীর নামই ফের ঘোষণা করলো কপিল দেব-অংশুমান গায়কোয়াড়দের নিয়ে গঠিত বিসিসিআইয়ের কমিটি৷ 

আজ, শুক্রবার সকাল থেকে বৈঠকের পর শাস্ত্রীকেই কোচের পদে চূড়ান্ত করা হল৷ টম মুডি ও মাইক হেসনের সঙ্গে জোর টক্কর চললেও শেষপর্যন্ত হেড কোচের পদে রবি শাস্ত্রীতেই সিলমোহর কপিল দেবদের কমিটির৷ ২০২১ সাল পর্যন্ত শাস্ত্রীর সঙ্গে চুক্তি করা হল৷

একেবারে শেষমুহূর্তে নিজের নাম তুলে নিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার ফিল সিমন্স৷ ব্যক্তিগত কারণ দেখিয়ে ইন্টারভিউ থেকে সরে দাঁড়ান তিনি৷ তাই কোচের পদপ্রার্থীদের তালিকায় আরও একজনের নাম কমে যায়৷

ভারতের হেড কোচের পদপ্রার্থীদের ৬ জনের তালিকায় ছিলেন ফিল সিমন্স৷ তিনি ২০১৬ ওয়েস্ট ইন্ডিজের টি-২০ চ্যাম্পিয়ন দলের কোচ ছিলেন৷ ২০১৭ সালে আফগানিস্তান দলের কোচ হয়েছিলেন সিমন্স৷ ভিডিও কনফারেন্সের মাধ্যমে রবি শাস্ত্রীর ইন্টারভিউ হয় এদিন বিকাল ৫টায়৷

২০১৭ জুলাই থেকে টিম ইন্ডিয়ার কোচের পদে রয়েছেন রবি শাস্ত্রী৷ তার কোচিংয়ে ভারত ২১টা টেস্ট খেলে ১৩ টি-তে জিতেছে৷ জয়ের রেকর্ড ৫২.৩৮ শতাংশ৷ আন্তর্জাতিক টি-২০ ৩৬ ম্যাচে ২৫টি জিতেছে ভারত৷ সাফল্যের হার ৬৯.৪৪ শতাংশ। অন্যদিকে ওয়ান ডে রেকর্ড সবচেয়ে ভাল৷ ৬০টির মধ্যে ৪৩টি ম্যাচেই জয়লাভ করেছে ভারত৷ সাফল্যের হার ৭১.৬৭ শতাংশ ৷

এদিন সকাল সাড়ে দশটা থেকে মুম্বাইয়ে বিসিসিআইয়ের সদর দফতরে শুরু হয় ভারতীয় ক্রিকেটের হেড কোচের পদের জন্য ইন্টারভিউ পর্ব। প্রায় ২০০০ আবেদনের মধ্যে থেকে ডাকা হয়েছিল অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার টম মুডি, নিউজিল্যান্ডের সাবেক কোচ মাইক হেসন, রবিন সিং এবং লালচাঁদ রাজপুতকে।

আগেই ইঙ্গিত দেওয়া হয়েছিল, বিরাটদের জন্য ভারতীয় কোচই পছন্দ কোচ বাছাই কমিটির। শেষপর্যন্ত সেটাই ঘটল৷ রবি শাস্ত্রীকেই কোচের পদে বেছে নিল কমিটি৷

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে