শুক্রবার, ১৬ আগস্ট, ২০১৯, ১০:১১:৫৪

ক্রিকেটে নেমে এলো শোকের ছায়া, মৃ'তদে'হ উদ্ধার

ক্রিকেটে নেমে এলো শোকের ছায়া, মৃ'তদে'হ উদ্ধার

স্পোর্টস ডেস্ক : সাবেক ভারতীয় ওপেনার ভিবি চন্দ্রশেখর আ'ত্মহ'ত্যা করেছেন, আর এতে   ক্রিকেটে নেমে এলো শোকের ছায়া। ৫৮তম জন্মদিনের মাত্র ছয় দিন আগে পৃথিবীকে চির বিদায় জানালেন তামিলনাড়ু ও ভারতের এ উইকেটরক্ষক ব্যাটসম্যান। স্থানীয় পুলিশ জানিয়েছে, পারিবারিক কারণে অনেকদিন ধরে অ'বসাদ'গ্রস্ত ছিলেন তিনি। বৃহস্পতিবার রাতে তার মৃ'তদে'হ উদ্ধার করা হয়। 

রঞ্জি ট্রফিতে হার্ডহিটার ব্যাটসম্যান হিসেবে সুনাম ছিল চন্দ্রশেখরের। তামিলনাড়ুতে তিনি ছিলেন কৃষ্ণমাচারি শ্রীকান্তের ওপেনিং সঙ্গী। ১৯৮৭-৮৮ মৌসুমে তার কল্যাণে রঞ্জিট্রফির দ্বিতীয় শিরোপা জেতে তামিলনাড়ু। সেমিফাইনালে উত্তর প্রদেশের বিপক্ষে ১৬০ রানে মারকুটে ইনিংস খেলেছিলেন চন্দ্রশেখর। ফাইনালে রেলওয়ের বিপক্ষে করেন ৮৯ রান। 

পরের মৌসুমে ইরানি ট্রফিতে রেস্ট অব ইন্ডিয়ার বিপক্ষে চতুর্থ ইনিংসে ৫৬ বলে সেঞ্চুরি করেন এ ডানহাতি উইকেটরক্ষক। তৎকালীন সময়ে প্রথম শ্রেণির ক্রিকেটে কোনো ভারতীয় ব্যাটসম্যানের এটাই ছিল দ্রুততম সেঞ্চুরি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে