শনিবার, ১৭ আগস্ট, ২০১৯, ১২:২৭:২৯

ভারতের কোচ চূড়ান্ত হওয়ায় বাংলাদেশের কোচ হচ্ছেন যিনি

ভারতের কোচ চূড়ান্ত হওয়ায় বাংলাদেশের কোচ হচ্ছেন যিনি

স্পোর্টস ডেস্ক : ভারতের কোচ চূড়ান্ত হওয়ায় বাংলাদেশের কোচ হচ্ছেন যিনি।বিশ্বকাপের ব্যর্থতার পর নিজেদের কোচিং স্টাফে পরিবর্তন এনেছে অনেক দল। প্রধান কোচের দায়িত্ব থেকে স্টিভ রোডসকে বরখাস্ত করে দিয়েছে বাংলাদেশ দল। নতুন কোচের দৌড়ে অনেকটাই এগিয়ে নিউজিল্যান্ডের সাবেক কোচ মাইক হেসন।

কিন্তু এক্ষেত্রে বড় বাঁধা হয়ে দাঁড়িয়েছিল ভারত। বিশ্বকাপের ব্যর্থতার পর ভারতীয় জাতীয় দলের প্রধান কোচ রবি শাস্ত্রীকে কোচের পদ থেকে সরিয়ে ফেলা হবে বলেই গুঞ্জন উঠেছিল। আর সেই তালিকায় নাম ছিল হেসনের। কিন্তু সেই গুঞ্জন সত্যি হয়নি।

অনেক যাচাই বাছাই করে দেশটির বর্তমান কোচ রবি শ্রাস্ত্রীকেই এই দায়িত্বে বহাল রেখেছে ভারতীয় বোর্ড। নতুন মেয়াদে তাকে ২০২১ টি-টুয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত পদ দিয়েছে বিসিসিআই। এক্ষেত্রে বাংলাদেশের লাভ হয়েছে বলাই যায়।

কেননা ভারতের প্রধান কোচ নির্বাচনের পরই বুঝা যাবে মাইক হেসন বাংলাদেশের কোচ হওয়ার লড়াইয়ে থাকবেন কিনা। যেহেতু ভারত মাইক হেসনকে এই দায়িত্ব দেননি সেহেতু বাংলাদেশের কোচ হওয়ার বেশ ভালো সম্ভাবনা রয়েছে হেসনের।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে