শনিবার, ১৭ আগস্ট, ২০১৯, ০৩:৩৭:২২

কোচ হিসেবে ডমিঙ্গোকেই বেছে নেওয়ার আসল কারণ জানালেন পাপন

কোচ হিসেবে ডমিঙ্গোকেই বেছে নেওয়ার আসল কারণ জানালেন পাপন

স্পোর্টস ডেস্ক : চন্ডিকা হাথুরুসিংহে থেকে শুরু করে মাইক হেসন- জাতীয় দলের প্রধান কোচের পদে অনেককেই দেখা হচ্ছিল। তবে শেষপর্যন্ত স্টিভ রোডসের উত্তরসূরি নির্বাচিত হয়েছেন দক্ষিণ আফ্রিকান রাসেল ডমিঙ্গো। দক্ষিণ আফ্রিকা জাতীয় দল ও ‘এ’ দলের সাবেক এই কোচ সাকিব-তামিমদের নতুন শিক্ষক। শনিবার (১৭ আগস্ট) মিরপুরে নতুন কোচের নাম ঘোষণা করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এ সময় তিনি নতুন কোচকে বাছাই করার কারণও জানান।

পাপন জানিয়েছেন, কোচ হিসেবে তার এমন কাউকেই চাচ্ছিলেন যিনি ‘ফুলটাইম’ কাজ করবেন এবং এখন থেকেই অর্থাৎ আফগানিস্তানের বিপক্ষে টেস্টের আগে থেকেই কাজ করা শুরু করবেন। সেই বিবেচনায়ই আরও অনেক হেভিওয়েট কোচকে পেছনে ফেলে টিকে গেছেন ডমিঙ্গো।

যদিও প্রধান কোচ বাছাই প্রক্রিয়া সহজ ছিল না বিসিবির জন্য। শেষ মুহূর্ত পর্যন্ত ৩ জন কোচ ছিলেন বোর্ডের ভাবনায়।কোচ হিসেবে ডমিঙ্গোকেই বেছে নেওয়ার আসল কারণ জানালেন পাপন। তিনি বলেন, ‘সিদ্ধান্ত নেওয়াটা অত্যন্ত কঠিন ছিল। ৩ জন ছিল যাদের নিয়ে ভাবতে হয়েছে, কাউকেই বাদ দেওয়ার মত না। ক্রাইটেরিয়া অনুযায়ী দেখেছি কাকে নেওয়া যায়। এর মানে এই নয় অন্যরা যোগ্য ছিল না।

‘অনেকেই হেড কোচ হতে চাচ্ছেন কিন্তু এই মুহূর্তে আসতে পারবেন না। কেউ ৩ মাস, কেউ ৫-৬ মাস পর আসতে পারবেন। আবার কেউ এখন থেকেই কাজ করতে পারবেন। কাকে কবে থেকে পাব এই বিষয়টাই বড় ভূমিকা রেখেছে। কে পুরো সময় (ফুলটাইম) সময় দিতে পারবে এটাও দেখা হয়েছে। সাথে আরও অনেক কিছু ছিল। গতকালই এসব নিয়ে সিদ্ধান্ত হয়েছে। আজকে আমরা আপনাদের জানালাম।’ -বলেন বোর্ড সভাপতি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে