শনিবার, ১৭ আগস্ট, ২০১৯, ১০:৩৮:০৮

ইসলামিক জীবনযাপনেই বেশি শান্তি পাই: জুনায়েদ

ইসলামিক জীবনযাপনেই বেশি শান্তি পাই: জুনায়েদ

স্পোর্টস ডেস্ক : জুনায়েদ সিদ্দিকী জাতীয় দলে সর্বশেষ খেলেছেন ২০১২ সালে। এরপর আন্তর্জাতিক ক্রিকেট খেলা হয়নি বলে জুনায়েদের পরিবর্তিত রুপটাও জানা নেই ক্রিকেট সমর্থকদের। কিন্তু ৩১ বছর বয়সী এই ক্রিকেটার যে ব্যাক্তি জীবনে আগাগোড়া পাল্টে গেছেন।

ক্যারিয়ার নিয়ে তো বটেই, জীবন নেয়েও এখন বেশ আন্তরিক জুনায়েদ। বেছে নিয়েছেন ইসলামিক জীবন, তিনি বলেন ইসলামিক জীবনযাপনেই বেশি শান্তি পাই। স্ত্রী-সন্তানকে নিয়ে সুখেই কাটছে দিন। নিয়মিত পারফর্ম করলে ফের জাতীয় দলে ফেরা সম্ভব বিশ্বাস করেন এই বিষয়টিও।

জুনায়েদ বলেন, আগে ক্যাজুয়াল জিন্স-টিশার্ট পরতাম। এখন বেশিরভাগ সমই পাঞ্জাবী-পাজামাই পরি। এখন পোশাকের প্রতি আগের আকর্ষণটা নেই। গোছানো জীবনে মেয়েই এখন জুনায়েদের স্বপ্ন, জুনায়েদের বেঁচে থাকার মূল প্রেরণা। জুনায়েদ জানান, মেয়েকে কুরানের হাফেজা বানাতে চায়, স্ত্রী আর মেয়েকে নিয়ে এবার উমরাহ করে এসেছি। খুব ইচ্ছা আছে মেয়েকে হাফেজা করার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে