শনিবার, ১৭ আগস্ট, ২০১৯, ১১:০৩:৪৪

বাউন্সারে স্মিথকে আঘাতের পর আর্চারের হাসি, টুইটারে ক্ষোভের ঝড়

বাউন্সারে স্মিথকে আঘাতের পর আর্চারের হাসি, টুইটারে ক্ষোভের ঝড়

স্পোর্টস ডেস্ক : চলতি অ্যাশেজের দ্বিতীয় টেস্টের চতুর্থ দিন জোফরা আর্চারের একটি বাউন্সার ঘাড়ে আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়েন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান স্টিভেন স্মিথ। অন্য ফিল্ডাররা অজি ব্যাটসম্যানের কাছে ছুটে গেলেও মুচকি হাসি হেসে বোলিংয়ের জায়গায় ফিরে যান আর্চার। তার এমন আচরণে টুইটারে ক্ষোভের ঝড় উঠেছে।

এদিকে স্মিথের ঘাড়ে আঘাত করার আগে আরও দুটি বাউন্সার তার কপালে ও গ্লাভসে লাগে। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ককে থামাতে শর্ট বলে জর্জরিত করেন আর্চার। সেটা উল্লেখ করে এড নামে একজন টুইট করেছেন, ‘এক ওভার ৩ বলের মধ্যে ৬টি শর্ট বল, এর শেষ কোথায় দেখতে চেয়েছিলেন আর্চার? আবার মানসিক ভারসাম্যহীনের মতো হাসছিলে।’

এদিকে টেস্ট ক্রিকেট অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হলেও এমন হাসি মেনে নিতে পারেননি নেরোলি মিডোস, ‘জানি এটা টেস্ট ক্রিকেট এবং নির্দয়। কিন্তু এই আঘাতটা বেশ বাজে ছিল। বেশ জোরে মাথায় লাগলো। আর্চারের এই হাসি আমাকে স্বস্তি দিচ্ছে না, এমনটা কি আমার একার হচ্ছে?’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে