রবিবার, ১৮ আগস্ট, ২০১৯, ০১:০৮:৩৬

বাংলাদেশ বিশ্ব ক্রিকেটে পরাশক্তি হয়ে উঠবে: রাসেল ডমিঙ্গো

বাংলাদেশ বিশ্ব ক্রিকেটে পরাশক্তি হয়ে উঠবে: রাসেল ডমিঙ্গো

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে হেড কোচের দায়িত্ব পেয়েছেন রাসেল ডমিঙ্গো। বাংলাদেশের দায়িত্ব পাওয়ার পর সংবাদমাধ্যমকে দেওয়া প্রথম সাক্ষাৎকারে আশার কথাই শুনিয়েছেন দক্ষিণ আফ্রিকার এ কোচ।

ডমিঙ্গো মনে করেন, বাংলাদেশে কিছু অসাধারণ খেলোয়াড় আছে, তবে তরুণদের তুলে এনে সিনিয়রদের ওপর কিছুটা চাপ সৃষ্টি করা ভালো। তাদের আন্তর্জাতিক ক্রিকেট খেলার সুযোগও দিতে হবে।

কারণ, শেষ পর্যন্ত সেখানে (জাতীয় দল) তাদেরই প্রয়োজন। তরুণদের মধ্যে কারা ভালো করছে এবং সম্ভাবনাময় সেসব হাই পারফরম্যান্স কোচ ও ম্যানেজারের সঙ্গে কথা বলে জেনে নেবেন ডমিঙ্গো।

তারপর তিনি বলেন, অনূর্ধ্ব-১৯ দল ইংল্যান্ডকে চারবার হারিয়েছে এবং ভারতের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়েছে। অর্থাৎ নিচের পর্যায়ে অবশ্যই কিছু প্রতিভাবান খেলোয়াড় আছে, যাদের জাতীয় দলের কাছাকাছি রাখা প্রয়োজন।

বাংলাদেশ দলের সম্ভাবনা নিয়েও আশার কথা শুনিয়েছেন ৪৪ বছর বয়সী এ কোচ এবং বাংলাদেশ বিশ্ব ক্রিকেটে পরাশক্তি হয়ে উঠবে বলে মনে করি, আর এ কারণেই বাংলাদেশকে নিয়ে আমি রোমাঞ্চিত।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে