সোমবার, ১৯ আগস্ট, ২০১৯, ০১:৫০:২৬

‘আমাদের প্রতিনিধিরা সারা রাত ওর উপরে নজর রেখেছে'

‘আমাদের প্রতিনিধিরা সারা রাত ওর উপরে নজর রেখেছে'

স্পোর্টস ডেস্ক : চলতি অ্যাশেজ টেস্টে ঘাড়ে চোট পেয়ে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন স্মিথ। তার পরের দিনই অর্থাৎ গতকাল রবিবার সকালে তিনি জ্ঞান হারান। কোনও ক্রিকেটার মাথা অথবা ঘাড়ে আঘাত পেয়ে সংজ্ঞা হারালে তার পরিবর্তে যিনি নামতেন তিনি আগে শুধু ফিল্ডিং করতেন। আইসিসির নতুন নিয়মে ব্যাট ও বল করবেন তিনি। প্রথম বলে বাউন্সার পেলেন লাবুশানেও।

এদিকে আতঙ্কের অ্যাশেজ ফিরিয়ে আনলেন জোফরা আর্চার। গত শনিবার তার বাউন্সার আছড়ে পড়ে স্টিভ স্মিথের ঘাড়ে। আঘাত পাওয়ার পরেই মাঠে শুয়ে পড়েন স্মিথ। প্রাক্তন অস্ট্রেলীয় অধিনায়ককে তখনই ড্রেসিংরুমে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। ৪৫ মিনিট বিশ্রাম নেওয়ার পরে ক্রিজে এসে আরও ১২ রান যোগ করে ৯২ রানে আউট হন স্মিথ। কিন্তু সাবলীল ব্যাটিং করতে অসুবিধা হচ্ছিল তার।

শনিবার সারা রাত পর্যবেক্ষণের মধ্যে থাকতে হয় স্মিথকে। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের মেডিক্যাল টিম বিবৃতিতে বলে, ‘আমাদের প্রতিনিধিরা সারা রাত ওর উপরে নজর রেখেছে। স্মিথের ঘুম খারাপ হয়নি। কিন্তু সকালের দিকে খুব একটা স্বাভাবিক ছিল না। হঠাৎই জ্ঞান হারায় স্মিথ। ওর ঝিমুনি ভাব এখনও রয়েছে।’

গতকাল রবিবার তাই ম্যাচ রেফারি রঞ্জন মদুগলে বাধ্য হন আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ‘কংকাশান সাব’ ব্যবহার করার অনুমতি দিতে। দ্বিতীয় টেস্টে স্মিথ আর নামতে পারলেন না। পরিবর্ত হিসেবে তাই বেছে নেওয়া হয় মার্নাস লাবুশানেকে। গত ১ অগস্ট থেকে এই নতুন নিয়ম শুরু করেছে আইসিসি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে