সোমবার, ১৯ আগস্ট, ২০১৯, ০৯:৩২:২৪

তারাও আমাকে চেয়েছিল কিন্তু আমি বাংলাদেশকে বেছে নিয়েছি : ডমিঙ্গো

তারাও আমাকে চেয়েছিল কিন্তু আমি বাংলাদেশকে বেছে নিয়েছি : ডমিঙ্গো

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের ব্যর্থতার পর বাংলাদেশের কোচিং স্টাফে ব্যাপক পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলের প্রধান কোচ স্টিভ রোডসকে বরখাস্ত করে দেয় বিসিবি। বাংলাদেশ দলের প্রধান কোচের এই পদে এবার নিয়োগ পেয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক কোচ রাসেল ক্রেগ ডমিঙ্গো।

তাকেই বাংলাদেশ দলের দায়িত্ব দিয়েছে বিসিবি। বিসিবির সঙ্গে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছে ডমিঙ্গো। এরপর তার কাজের উপর ভিত্তি করে তার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে পারে বিসিবি।

এদিকে বাংলাদেশের নতুন এই কোচকে কোচ হিসেবে চেয়েছিল শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা তাদের শর্টলিস্টে রেখেছিল ডমিঙ্গোকে। কিন্তু বাংলাদেশের সঙ্গে কথাবার্তা পাকাপাকি হওয়ার শ্রীলঙ্কার ডাকে সাড়া দেননি ডমিঙ্গো। এমনটিই জানিয়েছেন ডমিঙ্গো।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘হ্যাঁ, আমাকে শ্রীলঙ্কা থেকে বলা হয়েছিল। শ্রীলঙ্কা ক্রিকেট আমার সাথে এই ব্যাপারে কথা বলেছে। আমার এজেন্টের সঙ্গে তারাও যোগাযোগ করেছিল। কিন্তু তাদের এই প্রক্রিয়া সময় নিচ্ছিল, আর এর মধ্যে বাংলাদেশে কাজ করার সুযোগ পেয়ে আমি এটাই বেছে নিই।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে