বুধবার, ২১ আগস্ট, ২০১৯, ০৯:৩৪:০৯

কোর্টনি ওয়ালশকে নিয়ে যা বললেন ল্যাঙ্গেভেল্ট

কোর্টনি ওয়ালশকে নিয়ে যা বললেন ল্যাঙ্গেভেল্ট

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের ব্যর্থতার পর বাংলাদেশের কোচিং স্টাফে ব্যাপক পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই ধারাবাহিকতায় পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশকে বরখাস্ত করে দেয় বিসিবি। এই পদে নিয়োগ দেওয়া হয়েছে সাবেক দক্ষিণ আফ্রিকান পেসার চার্ল ল্যাঙ্গেভেল্ট।

এবার বাংলাদেশ দলের সাবেক কোচ ওয়ালশকে নিয়ে কথা বলেছেন ল্যাঙ্গেভেল্ট। তিনি জানিয়েছেন, ওয়ালশের চেয়ে তার কোচিং করানোর প্রক্রিয়া ভিন্ন। ওয়ালশের সঙ্গে তার কোচিং পদ্ধতির কোনো মিল নেই বলেই জানিয়েছেন ল্যাঙ্গেভেল্ট।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ওয়ালশ অসাধারণ একজন বোলার কিন্তু আমার দর্শন ভিন্ন। আমার কোচিং পদ্ধতিটাও ভিন্ন। যেখানে গুরুত্ব পায় দক্ষতা।’

তিনি আরো বলেন, ‘আমি বল সুইং করাতে পারি। এই ব্যাপারে ছেলেদের সাহায্য করতে পারি। বল সুইং না করলেও ধারাবাহিকভাবে বোলিং করে যেতে হবে। লাইন এবং লেন্থে ধারাবাহিক হওয়া প্রয়োজন। লাইন এবং লেন্থে ধারাবাহিকতা ফেরানোই লক্ষ্য।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে