বুধবার, ২১ আগস্ট, ২০১৯, ০৯:৫৭:৪৬

বাংলাদেশ দলের একজনেই সম্ভাবনা দেখছেন ল্যাঙ্গেভেল্ট

বাংলাদেশ দলের একজনেই সম্ভাবনা দেখছেন ল্যাঙ্গেভেল্ট

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ দলের একজনেই সম্ভাবনা দেখছেন ল্যাঙ্গেভেল্ট। ইনজুরি ও ফর্মহীনতায় বারবার দল থেকে বাদ পড়েছেন পেসার তাসকিন আহমেদ। বাংলাদেশের হয়ে সর্বশেষ কয়েকটি সিরিজের দলে জায়গা পেলেও একাদশে জায়গা পাননি তাসকিন। তেমনি সর্বশেষ লঙ্কান সফরের স্কোয়াডে থাকলেও একাদশে জায়গা হয়নি তাসকিনের।

তবে তাসকিনে সম্ভাবনা দেখছেন বাংলাদেশ দলের নতুন পেস বোলিং কোচ চার্ল ল্যাঙ্গেভেল্ট। বাংলাদেশি পেসাররা পর্যাপ্ত লম্বা না হওয়ায় বাউন্সারে তাদের দুর্বলতা আছে। আর এক্ষেত্রেই তাসকিনেই সম্ভাবনা দেখছেন ল্যাঙ্গেভেল্ট।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ক্রিকেটাররা অমন লম্বা না হওয়ায় তাদের জন্য বাউন্সার দেওয়া কঠিন। কেবল তাসকিনই লম্বা। সে যদি ইনজুরিতে না পড়ে খেলতে পারে তাহলে অতিরিক্ত বাউন্স আদায় করতে পারে।’

তিনি আরো বলেন, ‘আমি বল সুইং করাতে পারি। এই ব্যাপারে ছেলেদের সাহায্য করতে পারি। বল সুইং না করলেও ধারাবাহিকভাবে বোলিং করে যেতে হবে। লাইন এবং লেন্থে ধারাবাহিক হওয়া প্রয়োজন।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে