বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০১৯, ১২:৩৮:২৫

বাংলাদেশের ক্রিকেটারদের মূল সমস্যা ফিটনেসে ঘাটতি : চামিন্দা ভাস

বাংলাদেশের ক্রিকেটারদের মূল সমস্যা ফিটনেসে ঘাটতি : চামিন্দা ভাস

স্পোর্টস ডেস্ক : সাবেক লঙ্কান পেসার চামিন্দা ভাস মনে করেন, বাংলাদেশের ক্রিকেটাররা প্রতিভাবান হলেও তাদের সফলতার পথে বড় বাঁধা হয়ে দাঁড়ায় ফিটনেসে ঘাটতি। একই সমস্যা বর্তমানে লঙ্কান ক্রিকেটারদের ও হচ্ছে বলে মনে করেন তিনি।

সাবেক এই লঙ্কান কিংবদন্তী পেসার বর্তমানে শ্রীলঙ্কা ইমাজিং ক্রিকেট দলের কোচ হিসেবে বাংলাদেশ সফরে আছেন। সম্প্রতি সংবাদমাধ্যমের সাথে আলাপকালে তার কন্ঠে উঠে আসে এ দেশের ক্রিকেটের বিভিন্ন বিষয়।

ভাস মনে করেন, ফিটনেসে মনোযোগ দিলে বাংলাদেশর ক্রিকেটারদের সাফল্যের হার আরও বৃদ্ধি পেতে পারে। তিনি বলেন, আমি দেখেছি বাংলাদেশ দলে বেশ কিছু ট্যালেন্টেড ক্রিকেটার আছে। তাদের স্কিলও ভালো। তবে তাদের ফিটনেস বাড়াতে হবে।

ফিটনেস না থাকলে পারফরম্যান্সে কততা বাজে প্রভাব পড়তে পারে সেটি জানিয়ে ভাস বলেন, ২১-২২ বছর বয়স তাদের প্রত্যেকের ফিটনেস লেভেলটা উন্নত করা খুব প্রয়োজন। ফিটনেস না থাকলে আমনার স্কিল কোনো কাজে আসবে না।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে