শুক্রবার, ২৩ আগস্ট, ২০১৯, ০১:৪২:০১

আর্চারের বোলিং তান্ডবে চোখে সর্ষে ফুল দেখছে অস্ট্রেলিয়া

আর্চারের বোলিং তান্ডবে চোখে সর্ষে ফুল দেখছে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক : এর আগেও আর্চার যে কি জিনিষ তা দেখেছে ক্রিকেট বিশ্ব। ক্রিকেট বিশ্বকাপে একাই তান্ডব দেখিয়েছিলেন আর্চার। তবে যে আর্চারের বোলিং তান্ডবে সর্ষে ফুল দেখছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল।

আর্চারের ৬ উইকেটের দিনে অজিরা গুটিয়ে গিয়েছে মাত্র ১৭৯ রানে। ৪৫ রান খরচায় ৬ উইকেট নিয়েছেন আর্চার।

এদিন টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। তাঁর আমন্ত্রণে ব্যাটিং করতে নেমে শুরুতেই ওপেনার মার্কাস হ্যারিসের উইকেট হারিয়ে বসে টিম পেইনের দল। ০ রানে জফরা আর্চারকে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে বিদায় নেন এই ওপেনার। এরপরই ম্যাচে বাঁধা হয়ে দাঁড়ায় বৃষ্টি। বৃষ্টি থামার পর ব্যাটিং করতে নেমে দলীয় ২৫ রানে উজমান খাওয়াজাকে বিদায় করেন আরেক পেসার স্টুয়ার্ট ব্রড। দুই উইকেট হারানো অস্ট্রেলিয়ার হাল ধরেন ওপেনার ডেভিড ওয়ার্নার এবং মার্নাস ল্যাবুশেন।

একে একে উইকেট নিয়ে নাথান লায়নকে বিদায় করে নিজের ষষ্ঠ উইকেট তুলে নেন আর্চার। ৪৩ রানের মাথায় ৮ উইকেট হারিয়ে অল আউট হয় অজিরা। প্রথম দিন এরপর আর ব্যাটিংয়ে নামেনি ইংল্যান্ড। আর চালকের আসনে থেকেই দিনশেষ করলো ইংল্যান্ড।

সংক্ষিপ্ত স্কোরঃ

অস্ট্রেলিয়াঃ ১৭৯ অল আউট (ওয়ার্নার ৬১, ল্যাবুশেন ৭৪) (আর্চার ৬/৪৫)

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে