শুক্রবার, ২৩ আগস্ট, ২০১৯, ০৬:১৮:২৫

আমাদের পরমাণু বো'মা ভারতকে গুঁড়িয়ে দেব: জাবেদ মিয়াঁদাদ

আমাদের পরমাণু বো'মা ভারতকে গুঁড়িয়ে দেব: জাবেদ মিয়াঁদাদ

স্পোর্টস ডেস্ক :ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বাতিল করেছে কেন্দ্রীয় সরকার। ফলে বিলুপ্ত হয়েছে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা। এর প্রতিবাদে সোচ্চার পাকিস্তানের সাবেক-বর্তমান ক্রিকেটাররা। 

সরফরাজ আহমেদ, শোয়েব আখতার, শহীদ আফ্রিদির পর এবার ভারতকে হু'মকি দিলেন সাবেক পাক তারকা খেলোয়াড় জাভেদ মিয়াঁদাদ। তিনি বলেন, আমাদের কাছে পরমাণু বো'মা রয়েছে। এ দিয়ে আমরা যে কাউকে গুঁড়িয়ে দিতে পারি।

সময় যত গড়াচ্ছে, ততই ভারতে চাপা পড়ে যাচ্ছে কাশ্মীর ইস্যু। তবে এ নিয়ে পাকিস্তানে এখনও মানুষ রাগে ও ক্ষো'ভে ফুঁসছে। সবশেষ সেই তালিকায় পাওয়া গেল মিয়াঁদাদকে। রীতিমতো সিংহের মতো হুং'কার ছুড়লেন তিনি।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, নিজের দেশের মানুষকে পরামর্শ দিচ্ছেন মিয়াঁদাদ। তিনি বলছেন-পাকিস্তানের প্রত্যেক মানুষের কাছে ব'ন্দুক রাখা উচিত। নিজেকে রক্ষা করার জন্য এটার সর্বোচ্চ ব্যবহারও করা দরকার। প্রতিটি পাকিস্তানির হা'মলা করার মানসিকতা ও প্রস্তুতি থাকা প্রয়োজন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশ্যে মিয়াঁদাদ বার্তা দেন, মোদি সাহেব তো জানেন, আগেও আমি বলেছি- ভারতীয়রা ভী'তু। এখন পর্যন্ত সা'হ'সী কী করেছে তারা? আমরা পরমাণু শক্তি এমনিই রাখিনি, চালানোর জন্য রেখেছি। আমরা সুযোগ চাই এবং ওদের ধ্বং'স করে দেব।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে