শুক্রবার, ২৩ আগস্ট, ২০১৯, ০৭:১১:০৬

ভুটানকে ৫-২ গোলে হারিয়ে বাংলাদেশের দুর্দান্ত শুরু

ভুটানকে ৫-২ গোলে হারিয়ে বাংলাদেশের দুর্দান্ত শুরু

স্পোর্টস ডেস্ক : সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে ভুটানকে হারিয়ে জয়ে শুরু বাংলাদেশের কিশোরদের। শুক্রবার ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কল্যাণী স্টেডিয়ামে ভুটানের বিপক্ষে ৫-২ গোলের ব্যবধানে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ।

এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার কাছে ৩-২ গোলে হেরে যায় ভুটান। শুক্রবার বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় ভুটানের মুখোমুখি হয়ে বাংলাদেশ। খেলার ১৫ মিনিটে মিরাদের গোলে ১-০তে এগিয়ে যায় লাল-সবুজের দল।

এরপর দুই মিনিটের ব্যবধানে গোল করে সমতায় ফেরে ভুটান। খেলার ২১ মিনিটে রহমানের গোলে আবারও ২-১ এগিয়ে যায় বাংলাদেশ। খেলার ৩২ মিনিটে গোল করে সমতায় ফেরে ভুটান। প্রথমার্ধের খেলা শেষ হওয়ার ঠিক আগমুহূর্তে ফের (৩-১) এগিয়ে যায় বাংলাদেশ। 

বিরতি থেকে ফিরে খেলার ৮৪তম মিনিটে ফের গোল করেন মিরাদ। খেলার অতিরিক্ত সময়ে বাবুর গোলে ৫-২ ব্যবধানে জয় নিশ্চিত করে বাংলাদেশের কিশোররা। আগামী রোববার বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলংকা। এরপর ২৭ ও ২৯ আগস্ট বাংলাদেশ খেলবে নেপাল ও স্বাগতিক ভারতের বিপক্ষে।

এর আগে ২০১৭ সালে গ্রুপপর্বে ভুটানকে ৩-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। গত বছর নেপালের ললিতপুরে সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে পাকিস্তানকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ। এই টুর্নামেন্টে দুইবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ। প্রথমবার ২০১৫ সালে (অনূর্ধ্ব-১৬) সিলেটে এবং দ্বিতীয়বার ২০১৮ (অনূর্ধ্ব-১৫) সালে নেপালে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে