শনিবার, ২৪ আগস্ট, ২০১৯, ১১:০৬:০৩

আমাজন বাঁচাতে, রোনালদো-সুয়ারেসদের আহবান

আমাজন বাঁচাতে, রোনালদো-সুয়ারেসদের আহবান

স্পোর্টস ডেস্ক : গত এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানলের আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে পৃথিবীর ফুসফুস খ্যাত আমাজন বনাঞ্চল। বিশ্বের ২০ শতাংশেরও বেশি অক্সিজেন আসে আমাজন থেকে।

সারাবিশ্বের পরিবেশবাদীরা এই বন বাঁচানোর জন্য নানা কর্মকাণ্ড করে যাচ্ছে বসে নেই ক্রীড়াঙ্গন। ক্রিশ্চিয়ানো রোনালদো, লুইস সুয়ারেস কিংবা পাওলো দিবালার মতো তারকারা আমাজনের জঙ্গল বাঁচানোর আহ্বান জানিয়েছেন। সকলকেই এই আগুন নেভানোর দায়িত্ব গ্রহণের আহ্বান জানিয়েছেন তারকারা।

আর্জেন্টিনা ও জুভেন্টাসের তারকা ফরোয়ার্ড পাওলো দিবালা টুইটারে লিখেছেন, আমাজন পুড়ছে আমাজন শুধু দক্ষিণ আমেরিকার নয় এটা সবার। আর এটা পৃথিবীর ফুসফুস যা আমাদের গ্রহকে ২০ শতাংশ অক্সিজেন সরবরাহ করে থাকে। আমাদের সবাইকে কিছু করতে হবে।

বার্সেলোনার উরুগুইয়ান মহাতারকা লুইস সুয়ারেস টুইটারে লিখেছেন, আমাজনের জন্য প্রার্থনা আমাদের পৃথিবীর ফুসফুসের জন্য আরও শক্তি চাই। আসুন সবাই মিলে লড়াই করি।

জুভেন্তাসের পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো আহ্বান জানিয়েছেন সবাইকে এগিয়ে আসার। তিনি লিখেছেন, বিশ্বের ২০ শতাংশেরও বেশি অক্সিজেন সরবরাহ করে থাকে আমাজন আর তা পুড়ছে গত তিন সপ্তাহ ধরে আমাদের গ্রহকে বাঁচানোর দায়িত্বটা সবার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে