রবিবার, ২৫ আগস্ট, ২০১৯, ১২:৫০:৪০

আমাজন জ্বলছে, আর পুড়ছে আমাদের ভবিষ্যৎ: পাওলো দিবালা

আমাজন জ্বলছে, আর পুড়ছে আমাদের ভবিষ্যৎ: পাওলো দিবালা

আন্তর্জাতিক ডেস্ক : 'পৃথিবীর ফুসফুস'খ্যাত বিশ্বের বৃহত্তম বনাঞ্চল আমাজন পুড়ছে দাবানলের আগুনে। বিশ্বের বৃহত্তম গ্রীষ্মমণ্ডলীয় এ বনাঞ্চলের আগুন গত এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ। ক্রীড়াঙ্গনের তারকারা এ নিয়ে উদ্বেগ ও শঙ্কা প্রকাশ করছেন।

ফুটবলার তৈরির খনিখ্যাত দক্ষিণ আমেরিকার প্রায় ৪০ শতাংশ জুড়ে আমাজন বনের বিস্তার। স্বভাবতই সেখানে আগুন লাগায় পৃথিবীর অন্য সবার চেয়ে এ মহাদেশের ফুটবলাররা একটু বেশিই উদ্বিগ্ন।

গেল তিন সপ্তাহ ধরে জ্বলছে আমাজন। এতে প্রতিদিন অপূরণীয় ক্ষতি হচ্ছে। ল্যাতিন আমেরিকা অঞ্চলের ছাড়াও বিশ্বের সব প্রান্তের দেশকে এ লোকসান গুনতে হবে। এ আগুন জ্বলতে থাকলে পৃথিবীতে মানুষের বসবাস হুমকির মুখে পড়বে।

বিষয়টি আঁচ করতে পারছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড পাওলো দিবালা। সোশ্যাল মিডিয়া টুইটারে নিজের অফিসিয়াল পেজে তিনি লিখেছেন, আমাজন পুড়ছে। এটা শুধু দক্ষিণ আমেরিকার নয়, সবার। এটি পৃথিবীর ফুসফুস। এটা সারাবিশ্বের বন। তাই আমাদের ভবিষ্যৎ পুড়ছে। আমাদের সবাইকে কিছু করতে হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে