রবিবার, ২৫ আগস্ট, ২০১৯, ০৮:২৩:৪৯

অবশ্যই আমরা তাদের ওপর চড়াও হয়ে খেলবো : মেহেদী মিরাজ

অবশ্যই আমরা তাদের ওপর চড়াও হয়ে খেলবো : মেহেদী মিরাজ

স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে হোম গ্রাউন্ডে অনুষ্ঠিতব্য টেস্ট সিরিজ সামনে রেখে কঠোর অনুশীলন চালিয়ে যাচ্ছে বাংলাদেশ জাতীয় দল। আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের আগে আফগনিস্তানের বিপক্ষে টাইগাররা নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে।

৫ সেপ্টেম্বর থেকে চট্টগ্রামে শুরু হতে চলা ওই ম্যাচে নিজেদেরকেই এগিয়ে রাখছেন তরুণ অল-রাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তবে স্পিন সমৃদ্ধ আফগানিস্তানকে ছোট করে দেখতে নারাজ তিনি।

আজ মিরপুরে সাংবাদিকদের মিরাজ বলেন, 'আসলে প্রতিটি ম্যাচই চ্যালেঞ্জ। ছোট আর বড় না। কারণ টেস্ট ক্রিকেটে যারাই ভালো খেলবে তারাই কিন্তু জিতবে। কিন্তু আমরাও ওদের থেকে অনেক এগিয়ে আছি; অভিজ্ঞতার দিক থেকে এবং আর ঘরের মাঠে খেলছি আমরা। তারপরেও যতই এগিয়ে থাকি, যতই অভিজ্ঞতা থাকুক আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে, আমাদের সবাইকে পারফর্ম করতে হবে। যার যার জায়গায় পারফর্ম করতে হবে। আর আমরা যদি নির্দিষ্ট জায়গাগুলোতে যদি ভালো করি তাহলে কাজটা সহজ হয়ে যাবে।'

আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ অ্যাওয়ে টি-টোয়েন্টি সিরিজে লজ্জা পেতে হয়েছিল বাংলাদেশকে। যদিও টি-টোয়েন্টি আর টেস্টে আকাশ-পাতাল পার্থক্য। ১৯ বছর আগে টেস্ট মর্যাদা পেলেও বড় দৈর্ঘ্যের এই ফরম্যাটে বাংলাদেশের পারফর্মেন্স এখনও স্থিতিশীল নয়। দেশের বাইরে তো আরও করুণ। তার ওপর থাকছেন না দেশসেরা ওপেনার তামিম ইকবাল। দলে চোটের হানা আছে। মিরাজ নিজেই গতকাল অনুশীলনে হালকা চোট পাওয়ায় আজ ব্যাটিং বা বোলিং করতে পারেননি। তবু আফগনিস্তানকে উড়িয়ে দিতে তার আত্মবিশ্বাসে কোনো ঘাটতি দেখা গেল না।

মিরাজ বলেন, 'অবশ্যই আমরা চড়াও হয়ে খেলার চেষ্টা করব। দিনের শেষে আমরা যদি ভালো ক্রিকেট খেলি ওরা আমাদের সঙ্গে কিছু করতে পারবে না। তারপরেও খেলায় কিন্তু হার জিত থাকবে, ভালো সময়-খারাপ সময় থাকে। তারপরও আমরা বিভিন্ন বিষয় নিয়ে কাজ করছি। আমরা যেন ভালো ক্রিকেট খেলি এবং আমরা যেন প্রমাণ করি যে ওদের চেয়ে আমরা ভালো দল। এটাও প্রমাণ করতে হবে আমরা ভালো ক্রিকেট খেলি। বিগত কয়েক বছরে যেটা খেলেছি। এজনই আমরা কঠোর পরিশ্রম করছি।'

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে