সোমবার, ২৬ আগস্ট, ২০১৯, ১২:০২:৩১

বিপিএলে নতুন দলের জন্য আবেদনপত্র জমা দিল তিনটি গ্রুপ অব কোম্পানি

বিপিএলে নতুন দলের জন্য আবেদনপত্র জমা দিল তিনটি গ্রুপ অব কোম্পানি

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের দল নিতে আগ্রহী নতুন তিনটি প্রতিষ্ঠান। বিপিএলে নতুন দলের জন্য আবেদনপত্র জমা দিল তিনটি গ্রুপ অব কোম্পানি । যার একটি আখতার গ্রুপ। আগের আসরে অংশ নেয়া চিটাগং ভাইকিংসের মালিকানা নিতে চায় তারা।

এদিকে বিপিএল গভর্ণিং কাউন্সিল সূত্রে জানা গেছে, দল নিতে আগ্রহী অপর দুটির মধ্যে একটি আইটি কোম্পানি। বিপিএলের সবশেষ আসরে অংশ নেয়া সাত দলের একটি ডিবিএল গ্রুপের চিটাগং ভাইকিংস।

কিন্তু বিপিএল থেকে ডিবিএল গ্রুপের সরে গেলে ও সিলেট সিক্সার্সের অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়লে গত মাসে নতুন দুটি ফ্র্যাঞ্চাইজি চেয়ে দরপত্র আহবান করে ২০ আগস্ট পর্যন্ত সময়সীমা বেঁধে দেয় বিসিবি।

এদিকে বিপিএল গভর্ণিং কাউন্সিল যাচাই-বাছাই করে এখন সিদ্ধান্ত নেবে আগামী চার বছর মেয়াদে কাদেরকে নতুন চু্ক্তির আওতায় আনা হবে। নতুন দল দুটি হবে নাকি একটি, নিতে হবে সে সিদ্ধান্তও।

আজ ২৪ আগস্ট শনিবার বিসিবি কার্যালয়ে এসে সিলেট সিক্সার্সের প্রতিনিধিরা বিপিএলে থাকার আগ্রহের কথা জানিয়ে গেছেন। অংশগ্রহণ নিশ্চিত করতে বিপিএল আয়োজক কমিটির তরফ থেকে ফ্র্যাঞ্চাইজি কর্তাদের বলা হয়েছে, আর্থিক যেসব ঝামেলা তা দ্রুত মিটিয়ে ফেলতে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে