সোমবার, ২৬ আগস্ট, ২০১৯, ০১:৫৮:৫৫

মোদির বর্বরতা বেশির ভাগ ভারতীয় সমর্থন করে না: শহিদ আফ্রিদি

মোদির বর্বরতা বেশির ভাগ ভারতীয় সমর্থন করে না: শহিদ আফ্রিদি

আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মীর ইস্যুতে আবারও টুইট করলেন সাবেক পাক ক্রিকেটার শহিদ আফ্রিদি। এর আগে তিনি কাশ্মীর ইস্যুতে জাতিসংঘের ভূমিকা প্রশ্নবিদ্ধ উল্লেখ করে টুইট করেন। এবার তিনি মোদীর আচরণকে বর্বরোচিত বলেন। এছাড়া অধিকাংশ ভারতীয়ই মোদীর এ আচরণকে সমর্থন করে না বলে উল্লেখ করেন তিনি।

গত শুক্রবার নিজের অফিসিয়াল টুইটবার্তায় পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি লেখেন, ‘কাশ্মীরে সংঘর্ষপূর্ণ অঞ্চলে সহিংসতা ও নির্মমতা থামাতে জাতিসংঘের কাছে আমরা আরও বেশি প্রত্যাশা করি। বেশির ভাগ ভারতীয় নরেন্দ্র মোদীর বর্বরোচিত আচরণ সমর্থন করে না। তার দীর্ঘস্থায়ী শান্তির সেতুবন্ধন গড়ার সময় এখনই। এই অমানবিকতা চিরতরে বন্ধ করা উচিত।’

এদিকে কাশ্মীরের জনসাধারণের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণে যেতে চেয়েছিলেন রাহুল গান্ধী। কিন্তু ভারতীয় কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী ও দেশটির বিরোধী দলগুলোর ১১ নেতাকে জম্মু-কাশ্মীরে ঢুকতে দেয়া হয়নি। শনিবার রাহুল গান্ধী শ্রীনগর বিমানবন্দরে পৌঁছালেও তাদের সেখান থেকেই দিল্লিতে ফেরত পাঠিয়ে দেয়া হয়।

কাশ্মীরের স্বায়ত্তশাসনের মর্যাদা বাতিলের পর রাহুল বলেছিলেন, তিনি সেখানে সংঘর্ষ এবং বহু মানুষের মৃত্যুর খবর পাচ্ছেন। তার পরিপ্রেক্ষিতে কাশ্মীরের গভর্নর সত্য পাল মালিক তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে