মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০১৯, ০২:২৬:২৪

প্রথম পেসার হিসেবে দারুণ একটি মাইলফলকের সামনে মুস্তাফিজ

 প্রথম পেসার হিসেবে দারুণ একটি মাইলফলকের সামনে মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক : আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের আগে দারুণ একটি মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন বাংলাদেশ দলের তারকা পেসার মুস্তাফিজুর রহমান। আর মাত্র ২টি উইকেট পেলেই দ্বিতীয় বাংলাদেশি বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করবেন মুস্তাফিজুর রহমান।

তাছাড়া চতুর্থ বোলার হিসেবে সব থেকে কম ম্যাচ খেলে ৫০ উইকেট শিকার করার কীর্তি গড়বেন মুস্তাফিজ। বর্তমানে টাইগার এই পেসারের উইকেট ৩০ ম্যাচে ৪৮টি। তার ইকোনমি রেট ৭.৬৭ এবং গড় ১৭.৬৬।

আগামী ১৩ সেপ্টেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচেই এই মাইলফলকে পা রাখতে পারেন মুস্তাফিজ। মুস্তাফিজের আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম সময়ের মধ্যে ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন শ্রীলঙ্কার স্পিনার অজান্তা মেন্ডিস, দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির এবং আফগানিস্তানের রশিদ খান।

এদিকে ৫০ উইকেট পাওয়ার জন্য তাহির এবং রশিদ খেলেছেন ৩১টি ম্যাচ। অপরদিকে লঙ্কান তারকা মেন্ডিসের সময় লেগেছে ২৬টি ম্যাচ। তবে প্রথম পেসার হিসেবে এই মাইলফলকের সামনে রয়েছেন মুস্তাফিজ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে