বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০১৯, ০৩:৩৭:০৫

দুর্দান্ত বোলিং টাইগারদের, দিশেহারা জিম্বাবুয়ে

দুর্দান্ত বোলিং টাইগারদের, দিশেহারা জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক : আফগানদের সাথে একমাত্র টেস্টে লজ্জাজনক হারের পর ত্রিদেশীয় সিরিজের মূল লড়াই শুরুর আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে ম্যাচটিতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি একাদশ।

ত্রিদেশীয় সিরিজের প্রথম দুই ম্যাচের বাংলাদেশ থাকা চার ক্রিকেটারকে রাখা হয়েছে প্রস্তুতি ম্যাচের দলে। সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিনের সাথে দুই তরুণ ক্রিকেটার আফিফ হোসেন ও ইয়াসিন আরাফাতকে ম্যাচ প্র্যাক্টিসে প্রস্তুত করে নিতেই রাখা হয়েছে এ ম্যাচের দলে।

জাতীয় দলে জায়গা পাওয়া এ চার ক্রিকেটারের সাথে একঝাঁক তরুণ ক্রিকেটারের সমন্বয়ে সাজানো হয়েছে বিসিবি একাদশ। দলে রয়েছেন ওপেনার সাইফ হাসান ও নাইম শেখ। তাছাড়া দলে রাখা হয়েছে আরিফুল হক, ইয়াসির আলি রাব্বিদের। বিশেষজ্ঞ কোনো স্পিনার না থাকলেও দলে রাখা হয়েছে চার পেসার। সাইফউদ্দিন-ইয়াসিনদের সাথে প্রস্তুতি ম্যাচে পেস আক্রমণ সামলানোর দায়িত্ব থাকছে সুমন খান ও শফিকুল ইসলামদের কাঁধে।

শেষ পর্যন্ত বাংলাদেশে সংগ্রহ ২০ ওভারে ৭ উইকেটে ১৪২৮ রান। টার্গেট : ১৪৩ রান। বাংলাদেশের হয়ে সর্বচ্চো রান করেন সাব্বির ৩০, মুশফিক ২৬,সাইফ হাসান ২১,নাঈম ২৩,আফিফ ১০,ইয়াসির ৬, আরিফুল ৯ রান, এছাড়াও সাইফুদ্দিন ৭ ও আরাফাত ২ রানে অপরাজিত।

জয়ের জন্য ব্যাট করতে নেমে টাইগারদের দুর্দান্ত বোলিংয়ে দিশেহারা জিম্বাবুয়ে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ১২ ওভারে ৩ উইকেটে ৯১ রান। ৩১ রান করা মাসাকাদজাকে আউট করেছেন আফিফ হোসেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে