বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০১৯, ০৮:৩৩:৪৮

সে ছাড়া বাংলাদেশ দলকে এই মুহূর্তে নেতৃত্ব দেওয়ার কেউ নেই : পাপন

সে ছাড়া বাংলাদেশ দলকে এই মুহূর্তে নেতৃত্ব দেওয়ার কেউ নেই : পাপন

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের পর শ্রীলঙ্কা সফরে যায় বাংলাদেশ দল। বিশ্রামে থাকার কারণে সেই সফরে যাননি সাকিব আল হাসান। সেই সফরে গেলে তার কাঁধেই পড়তো অধিনায়কের দায়িত্ব। কেননা ইনজুরির কারণে সেই সফরে যাওয়া হয়নি ওয়ানডে দলের নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

তবে সাকিব জানিয়ে দিয়েছেন, নেতৃত্ব তিনি চান না। বরং নেতৃত্বে তরুণ কাউকে চান তিনি। ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে লজ্জাজনকভাবে হেরে যায় বাংলাদেশ দল। এরপর সাকিব জানিয়ে দেন তিনি নেতৃত্ব চান না।

তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন সাকিবের কাঁধেই বাংলাদেশ দলের নেতৃত্বভার থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। সাকিব ছাড়া বাংলাদেশ দলকে এই মুহূর্তে নেতৃত্ব দেওয়ার কেউ নেই বলেই জানান তিনি।

তিনি আরো বলেন, ‘বাংলাদেশ দলে সাকিব, তামিম, মুশফিক ও মাহমুদুল্লাহর মতো ক্রিকেটার আছে। তাদের ভালো ক্রিকেট খেলে যে কোন দলকে হারানোর সামর্থ্য আছে বলে আমি মনে করি।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে