শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৯, ১২:৪৫:৪৮

আমরা এখান থেকে আত্মবিশ্বাস নিতে পারি: সাকিব

আমরা এখান থেকে আত্মবিশ্বাস নিতে পারি: সাকিব

স্পোর্টস ডেস্ক: ৬০ রানেই শেষ ৬ উইকেট। সৌম্য, লিটন, মুশফিক, সাকিব, সাব্বির, রিয়াদ আউট হয়ে যান সবাই। কিন্তু এরপরই নায়ক হিসেবে আগমন ঘটে আফিফ হোসেনের।

৮টি চার, একটি ছক্কা। ২৪ বলে হাফসেঞ্চুরি। ২৬ বল ৫২ রান। এটাই ছিল আফিফের আজকের ম্যাচের হাইলাইটস।

সৌম্য, লিটন, মুশফিক, সাকিব, সাব্বির, রিয়াদের মত প্রথম সারির ব্যাটসম্যানদের বিদায়ের পরও যেভাবে মাঠে এসেই পাল্টা আক্র'মন শুরু করেন আফিফ তা ছিল দেখার মত। আর এই আফিফের তান্ডবেই ম্যাচ থেকে ছিটকে যায় জিম্বাবুয়ে।

আসলাম, খেললাম, জয় করলাম। এটাই যেন ছিল আফিফের আজকের ম্যাচের সবচেয়ে বড় সমার্থক শব্দ। আর নিশ্চিত জয়ের সুভাস পাওয়া জিম্বাবুয়ে আফিফ ঝড়ের কাছেই হেরে গেল।

ম্যাচে আফিফের ব্যাটিংয়ে প্রশংসা করে সাকিব আল হাসান বলেন, আফিফ দুর্দান্ত খেলেছে। সে যেভাবে ব্যাটিং করেছে সেটা প্রশংসার যোগ্য। আমরা এখান থেকে আত্মবিশ্বাস নিতে পারি। এই জয় সহজ ছিল না। আফিফ এবং মোসাদ্দেকের খেলায় আমি খুশি। আশা করি তারা এটা ধারাবাহিক ভাবে করবে এবং টপ অর্ডাররাও রান পাবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে