শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৯, ০৩:৩৬:০৫

সাকিব অধিনায়কত্ব করতে না চাইলে তরুণ কাউকে দেয়া হবে : সুজন

সাকিব অধিনায়কত্ব করতে না চাইলে তরুণ কাউকে দেয়া হবে : সুজন

স্পোর্টস ডেস্ক : ‘‘অধিনায়কত্ব না করতে হলে তো বেশি ভালো’- আফগানিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্ট শেষে সংবাদ সম্মেলনে সরাসরি এ কথা বলেন বাংলাদেশ দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। এছাড়া তিনি যে এখন আর অধিনায়কত্ব উপভোগ করেন না, সেটিও ভিন্ন ভিন্ন সাক্ষাৎকারে বুঝিয়েছেন বেশ কয়েকবার।

কিন্তু এখন দলে সাকিব ছাড়া অধিনায়ক হওয়ার মতো কেউ নেই। যে কারণে তার ইচ্ছা না থাকলেও দলের খাতিরেই করতে হচ্ছে অধিনায়কত্ব। এতে আবার রয়েছে অন্য ভয়- দলের সেরা খেলোয়াড়ের কাছ থেকে সেরা পারফরম্যান্স না পাওয়ার শঙ্কা। যে কারণে আপাতত উভয়-সংকটেই রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

তবে এ সংকটময় পরিস্থিতি সমাধানেরও ইঙ্গিত দিয়েছেন বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন। আজ গুলশানে ঢাকা ডায়নামাইটসের অফিসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে সুজন জানান, সাকিব অধিনায়কত্ব করতে না চাইলে তরুণ কাউকে দেয়াটাই হবে এখন যুক্তিযুক্ত সিদ্ধান্ত।

তিনি বলেন, ‘সাকিব অন দ্য ফিল্ড খুব ভালো অধিনায়ক। তার মাথা যে কারো চেয়ে ভালো। আকারে ইঙ্গিতে অনেকে মাশরাফির চেয়েও ভালো বলেন। কোনো যুক্তিতর্ক ছাড়াই পারফরমার হিসেবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সেরা। তার চেয়ে ভালো আছে বলে আমার জানা নেই।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে