শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৯, ০৭:৫১:৩২

আফগানদের বিপক্ষে বাংলাদেশ দলে ৩-৪টি পরিবর্তন

আফগানদের বিপক্ষে বাংলাদেশ দলে ৩-৪টি পরিবর্তন

স্পোর্টস ডেস্ক : আগেই জানা, ডাবল লেগের তিন জাতি টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের বর্তমান স্কোয়াডটি শুধু মাত্র দুই ম্যাচের। মানে আগামীকাল ১৫ সেপ্টেম্বর (রোববার) আফগানিস্তানের সাথে ম্যাচটিই শেষ। তারপরের পর্বে আবার নতুন করে দল ঘোষণা হবে।

এখন প্রশ্ন হলো, তবে কি এই ১৩ জনই থাকবেন? না দলে রদবদল হবে, সংযোজন-বিয়োজন ঘটবে? ভেতরের খবর, দলে পরিবর্তন আসার সম্ভাবনা প্রচুর। টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, তিন থেকে চারটি পরিবর্তনের চিন্তা চলছে।

রোববার আফগানদের বিপক্ষে ভাল খেলতে না পারলে হয়ত অন্তত দু থেকে তিন জনের কপাল পুড়তে পারে। কারা তারা? নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে তাই না?

তাহলে শুনুন, সৌম্য সরকার, সাব্বির রহমান রুম্মন আর মাহমুদউল্লাহ রিয়াদের পারফরমেন্স পাখির চোখে পরখ করা হচ্ছে। একদম নিরাপদ নন লিটন দাসও। আফগানিস্তানের বিপক্ষে ভাল খেলতে না পারলে এই চার জনের যে কোন দুজন বাদ পড়ে যেতে পারেন।

নির্বাচকদের ঘনিষ্ঠ সূত্রে মিলেছে তেমন আভাস। ওপরে যাদের কথা বলা হলো পরিসংখ্যানও তাদের বিপক্ষে। পরিসংখ্যান সাক্ষী দিচ্ছে, সৌম্য, মাহমুদউল্লাহ ও সাব্বিরের একজনও নিকট অতীতে সে অর্থে ভাল খেলেননি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে