শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৯, ০৯:৫৮:০৩

শেষ মুহুর্তে এসে ঝড় তুলেও আফগানদের কাছে হেরে গেল জিম্বাবুয়ে

শেষ মুহুর্তে এসে ঝড় তুলেও আফগানদের কাছে হেরে গেল জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমে ঝড় তুলেছেন আফগানরা। জিম্বাবুয়ে বোলারদের নাকানি-চুবানি খাইয়ে নবী-জাদরানরা মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম ভাসান ছক্কা বৃষ্টিতে। টস হেরে আগে ব্যাট করে ১৯৭ রানের বিশাল সংগ্রহ করেন আফগানরা।

সন্ধ্যা সাড়ে ৬টায় খেলাটি শুরু হওয়া এই ম্যাচটিতে জিম্বাবুয়েকে জিততে হলে পার হতে হবে এই বিশাল রানের পাহাড়। আফগানদের হয়ে সর্বোচ্চ রান করেন নাজিবুল্লাহ জাদরান। মাত্র ৩০ বলে ৬৯ রান করেন তিনি। যার মধ্যে ছয়ের মার ছিল ছয়টা আর চারের মার পাঁচটি। জাদরান মাত্র ২২ বলে হাফসেঞ্চুরি করেছেন।

এ ছাড়া নবী মাত্র ১৮ বলে ৩৮ রান করে। ওপেনিংয়ে নামা রহমানুল্লাহ মাত্র ২৪ বলে ৪৩ রান করে সাজঘরে ফেরেন। ২০ ওভারের এই ম্যাচে শুধু ছয়ের মারই ছিল ১৫টি। আর চারের মার ছিল ১০টি। জিম্বাবুয়ের হয়ে দুইটি করে উইকেট নেন উইলিয়ামস ও চাতারা।

ব্যাটিংয়ে নেমে জিম্বাবুয়ে আফগানদের বিশাল রানের পাহাড়ের নিচে চাপা পড়ে ধুঁকছে। ১৪ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ছিল মাত্র ৯৭ রান। জিততে হলে তখন জিম্বাবুয়েকে ৩৬ বলে ১০১ রান দরকার সেই সময়ে ব্যাটে নেমে হঠা ঝড় তুলেন রেজিস চাকাবভা।

রেজিস চাকাবভা ২০ বলে ৪১ রানের এক ঝড়ো ইনিংস খেললেও ২৯ রানে হারতে হয়েছে জিম্বাবুয়েকে। রশিদ খান ও ফরিদ আহমেদ দুটি করে উইকেট সংগ্রহ করেন। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে