রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৯, ১০:০৮:০০

টেস্টের পর টি-২০ লজ্জা; বড় ব্যবধানে আফগানদের কাছে হারলো টাইগাররা

টেস্টের পর টি-২০ লজ্জা; বড় ব্যবধানে আফগানদের কাছে হারলো টাইগাররা

স্পোর্টস ডেস্ক : টেস্টের পর টি-২০ ম্যাচেও লজ্জা। আফগানিস্তানের ১৬৪ রানের টার্গেট পর করা তো দুরে থাক, লড়াইটাও করতে পারলো না সাকিব-বাহিনী। ২৫ রানের বড় ব্যবধানে হারলো টাইগাররা।

মিরপুরে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে চাপে পড়ে আফগানিস্তান। তবে মোহাম্মদ নবী ও আসগর আফগানের অভিজ্ঞ ব্যাটে ২০ ওভারে ৬ উইকেটে বাংলাদেশকে ১৬৪ রানের টার্গেট দিতে সক্ষম হয় আফগানিস্তান।

১৬৪ রানের টার্গেটে ব্যাটে নেমে শুরুতেই লিটন-মুশফিকের বিদায়ে চাপে পড়ে গেল বাংলাদেশ। লিটন দাস কোন রান না করেই মুজিব উর রহমানের বলে নাজিব তারকাইয়ের হাতে ক্যাচ তুলে সাজ ঘরে ফেরেন। অন্যদিকে আরেক ওপেনার মুশফিকুর রহিম ৫ রান করে ফরিদ আহমেদে বলে আউট হয়ে গেলেন।
 
শুরুতেই দুই ব্যাটসম্যানকে হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। সেই চাপ কাটিয়ে উঠার জন্য মাহমুদুল্লাহকে নিয়ে অধিনায়ক সাকিব আল হাসান ইনিংস বাড়ানোর চেষ্টা করেন। কিন্তু শেষমেষ সাকিব আবার সেই মুজিবের বলের শিকার হন। রশিদের কাচে ক্যাচ তুলে দিয়ে সাজ ঘরে ফেরেন। আর সৌম্যও তার ধারাবাহিকতা ধরে রাখলেন। শূণ্য রানেই মুজিবের কাছে এলভির শিকার হয়ে সাজ ঘরে ফিরলেন।

প্রথমসারির চার ব্যাটসম্যানকে হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। সেখান থেকে মাহমুদুল্লাহ ও সাব্বিরে ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে দল। কিন্তু ব্যক্তিগত ৩৯ বলে ৪৪ রানে গুলবদিন নাইবের বলে নাজিব তারকাইয়ে হাতে ক্যাচ তুলে দিয়ে বিদায় নিলেন মাহমুদুল্লাহ রিয়াদ।

মাহমুদুল্লাহর বিদায়ে পর ২৭ বলে ২৪ রানে সাজ ঘরে ফেরেন সাব্বির রহমান। আগের মাঠের জয়ের নায়ক আফিফ হোসেনও আজ তেমন কিছু করতে পারলেন না ১৬ রানে আউট হয়ে ফেরেন তিনি। এরপর মোসাদ্দেক ১২ রানে ও সাইফুদ্দিন ২ রানে করে আউট হয়ে যান। ১৯.৫ ওভারে সব উইকেট হারিয়ে ১৩৯ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইংনিস।  

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে