সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৯, ১২:২৮:২৭

বুকে আঘাত পেয়েও মাঠ ছাড়লেন না সাব্বির

বুকে আঘাত পেয়েও মাঠ ছাড়লেন না সাব্বির

স্পোর্টস ডেস্ক : মোহাম্মদ নবির বি'স্ফোরক ব্যাটিংয়ে লড়াইয়ের পুঁজি গড়েছে আফগানিস্তান। মোহাম্মদ সাইফ উদ্দিনের ক্যারিয়ার সেরা বোলিংয়ের পরও ১৬৫ রানের লক্ষ্য পেয়েছে বাংলাদেশ।

৫৪ বলে ৭ ছক্কা ও তিন চারে নবির অপরাজিত ৮৪ রানের ওপর ভর করে ৬ উইকেটে ১৬৪ রান করেছে আফগানিস্তান। নবির ঝড়ো ব্যাটিংয়ে শেষ ১০ ওভারে ১০৪ রান সংগ্রহ করে সফরকারীরা। প্রথম ১০ ওভারে তারা তুলেছিল ৬০।

৩৩ রানে ৪ উইকেট নেন সাইফ। তার আগের সেরা ছিল ২/৫৩। সাকিব ২ উইকেট নেন ১৮ রানে।

সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ১৩ ওভারে ৯০/৪ (আফগানিস্তান ১৬৪/৬)
সাব্বিরের আঘাত : ৪ উইকেট হারানোর পর দলের বিপর্যয় সামাল দিতে ক্রিজে নেমেছিলেন সাব্বির রহমান। কিন্তু ইনিংসের অষ্টম ওভারে করিম জানাতের বল স্কুপ করতে গিয়ে বুকে আঘা'ত পান এই ব্যাটসম্যান। বলটি ব্যাটের কানায় লেগে সোজা গিয়ে আঘা'ত করে তার বুকে। সঙ্গে সঙ্গে মাটিতে নুইয়ে পড়েন তিনি। এরপর ফিজিও এনে চিকিৎসা নিয়ে আবারও ব্যাটিং শুরু করেন সাব্বির।


একই পথের পথিক সাকিব-সৌম্যঃ দলকে বিপদমুক্ত করতে পারেননি সাকিব আল হাসান। মুজিব উর রহমানের বলে ১৫ রান করে রশিদ খানকে ক্যাচ তুলে দেন তিনি। এরপরের বলে সৌম্য সরকারকে লেগ বিফরের ফাঁদে ফেলেন এই স্পিনার।

ওপেনিংয়ে ব্যর্থ মুশফিকওঃ লিটন দাস বিদায় নেয়ার পর সাকিব আল হাসানকে বেশীক্ষণ সঙ্গ দিতে পারেননি মুশফিকুর রহিমও। ৫ রান করে ফরিদ মালিকের বলে বোল্ড হয়ে ফেরেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। তার বিদায়ে ক্রিজে নেমেছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

প্রথম বলেই ফিরলেন লিটনঃ আফগানিস্তান স্পিনারদের কথা মাথায় রেখে ওপেনিং জুটিতে পরিবর্তন এনেছিল বাংলাদেশ। টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথমবার এবং আন্তর্জাতিক ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ওপেন করতে নামেন মুশফিকুর রহিম।

তার সঙ্গী হিসেবে অপরপ্রান্তে দেখা যায় লিটন দাসকে। কিন্তু মুজিব উর রহমানের প্রথম বলেই উইকেট ছুড়ে দেন লিটন। তার বিদায়ের পর ক্রিজে নেমেছেন সাকিব আল হাসান।

সংক্ষিপ্ত স্কোরঃ

আফগানিস্তানঃ ১৬৪/৬ (২০ ওভার) (নবি ৮৪) (সাইফউদ্দিন ৩৩/৪)

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে