সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৯, ০১:১৩:২৮

সৌম্য-লিটনদের ব্যাটিং শেখালেন মুস্তাফিজ

সৌম্য-লিটনদের ব্যাটিং শেখালেন মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে রোববার মিরপুরে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও আফগানিস্তান। প্রথমে ব্যাট করতে নেমে মোহাম্মদ নবীর ৫৪ বলে ৩ চার ও ৭ ছয়ে ৮৪ রানের অপরাজিত ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৪ রান করে আফগানিস্তান।

১৬৫ রানের জবাবে ব্যাট করতে নেমে ১৯.৫ ওভারে ১৩৯ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। যার ফলে ২৫ রানে হেরে যায় বাংলাদেশ। এই ম্যাচে বাংলাদেশ দলের টপ অর্ডার ব্যাটসম্যানরা ছিল ব্যর্থ। লিটন দাস ও সৌম্য সরকার রয়েছেন অফফর্মে।
 
এদিন মুজিবের বলে তারাকাইয়ের হাতে ক্যাচ দিয়ে ২ বল খেলে শূন্য রান করে ফিরেন লিটন। অন্যদিকে প্রথম বলেই মুজিবের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে ফিরেন সৌম্য। তবে তাদেরকে যেন ব্যাটিং শেখালেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান।

ব্যাট করতে নেমে ৭ বল মোকাবেলা করে ২ চার ও ১ ছয়ে ১৫ রান করেন তিনি। ব্যাট হাতে ম্যাচের শেষ মুহুর্তে এসে বোলার মুস্তাফিজ ১৫ রান করতে পারলেও ব্যাটসম্যান সৌম্য-লিটন ছিলেন পুরোপুরি ব্যর্থ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে