সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৯, ১২:৪৫:০৮

টি-টুয়েন্টি দল থেকে বাদ সৌম্যসহ ৪ ক্রিকেটার

টি-টুয়েন্টি দল থেকে বাদ সৌম্যসহ ৪ ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক : চলতি ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজের দল থেকে বাদ পড়লেন সৌম্য সরকার। টুর্নামেন্টের তৃতীয় ও চতুর্থ ম্যাচের দলে নির্বাচকরা রাখেন নি এই অলরাউন্ডারকে। অফ ফর্মের কারণেই চট্টগ্রামের ম্যাচ থেকে ছিটকে গেলেন সৌম্য।

শুধু সৌম্য সরকারই নন, দল থেকে বাদ পড়েছেন ইয়াসিন আরাফাত মিশু, আবু হায়দার রনি ও মেহেদী হাসান। তিনজন না খেলেই ছিটকে গেলেন দল থেকে। এদিকে সৌম্যর ব্যাটে রান নেই। টুর্নামেন্টে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে করেন মাত্র ৪। গতকাল রবিবার আফগানিস্তানের বিপক্ষে কোন রান না তুলেই ধরেন সাজঘরের পথ।
২০ ওভারের ক্রিকেটের সঙ্গে ঠিক মানিয়েও নিতে পারছেন না এই ব্যাটসম্যান। এ কারণে আপাতত তাকে বিশ্রামেই পাঠালেন নির্বাচকরা।

অবশ্য ইয়াসিন আরাফাত মিশু চোট নিয়ে বাদ পড়লেন দল থেকে। নোয়াখালীর এই ক্রিকেটার প্রথমবারের মতো জাতীয় দলে নাম লিখিয়ে ইনজুরিতে পড়লেন।
আবার স্পিনার মেহেদীকে দলে না রাখার কারণটাও সংগত। এমনিতেই খেলে যাচ্ছেন দুই অফস্পিনিং অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন ও আফিফ হোসেন। এ জন্য মেহেদীকে রাখার যৌক্তিকতা পাননি নির্বাচকরা।

এদিকে পরের দুই ম্যাচের জন্য আজ ১৬ সেপ্টেম্বর সোমবার সকালে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দলে জায়গা পেলেন নতুন মুখ নাঈম শেখ ও আমিনুল বিপ্লব। আছেন নাজমুল হোসেন শান্ত।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে