সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৯, ০৯:৩৯:০৪

পাকিস্তানে নিরাপত্তা নিয়ে আমরা মোটেও চিন্তিত নই: লঙ্কান অধিনায়ক

পাকিস্তানে নিরাপত্তা নিয়ে আমরা মোটেও চিন্তিত নই: লঙ্কান অধিনায়ক

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সফরে নিরাপত্তা নিয়ে আমরা মোটেও চিন্তিত নই। নিরাপত্তার বিষয়টি ক্রিকেট বোর্ড দেখবে। আমরা এ বিষয়ে চিন্তিত নই বলে মন্তব্য করেছেন শ্রীলঙ্কার ক্রিকেট দলের অধিনায়ক লাহিরু থিরিমান্নে।

তিনি বলেন, আমাদের পরিবারকেও একই কথা বলেছি এবং পাকিস্তান সফর নিয়ে তাদের কোনোও উদ্বেগ নেই। আমাদের সম্পূর্ণ মনোযোগ সিরিজে ভালো খেলার দিকেই।

শ্রীলঙ্কার হয়ে ৩৫ টেস্ট, ১২৫ ওয়ানডে আর ২৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা এ টপঅর্ডার ব্যাটসম্যান আরও বলেন, ‘পাকিস্তান সফরে যাওয়ার ব্যাপারে আমরা যদি পরিবারের অনুমতি না পেতাম তাহলে অনেক কঠিন হয়ে যেত। আমাদের যেসব ক্রিকেটার পাকিস্তান সফরে যাচ্ছে না তাদের সিদ্ধান্তের প্রতি আমরা সম্মান করি।’

থিরিমান্নে আরও বলেন, ‘পাকিস্তান সিরিজকে আমি অন্য একটি সিরিজের মতোই মনে করি। আমাদের দলের বেশকিছু তারকা খেলোয়াড় এই সফরে যাচ্ছেন না। তারপরও আমরা ভারসাম্য দল নিয়েই যাচ্ছি। আমরা যদি আমাদের সেরাটা খেলতে পারি তাহলে পাকিস্তানের মাঠে তাদের হারানো সম্ভব।’

নিরপত্তা ইস্যুতে পাকিস্তান সফরে যাচ্ছেন না শ্রীলংকান টি-টোয়েন্টি দলের অধিনায়ক লাসিথ মালিঙ্গা, ওয়ানডে দলের অধিনায়ক দিমুথ করুণারত্নে, থিসেরা পেরেরা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, নিরোশন ডিকওয়েলা, কুশাল পেরেরা, ধনঞ্জয়া ডি সিলভা, আকিলা ধনঞ্জয়া, সুরঙ্গা লাকমল ও দীনেশ চান্দিমালরা।

আগামী ২৭ সেপ্টেম্বর করাচিতে ওয়ানডে ম্যাচ দিয়ে সফরের আনুষ্ঠানিকতা শুরু করবে শ্রীলংকা। তিন ম্যাচ সিরিজের শেষ দুটি ম্যাচ হবে ২ অক্টোবর। এরপর ৫ অক্টোবর লাহোরে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের শেষ দুই ম্যাচ হবে ৭ ও ৯ অক্টোবর।

প্রসঙ্গত, ২০০৯ সালের মার্চে লাহোরে শ্রীলংকান ক্রিকেট দলকে বহনকারী বাসে সন্ত্রাসী হামলা করা হয়। সেই হামলার পর এখনও পাকিস্তান সফরের সাহস পাচ্ছে না ক্রিকেট খেলুড়ে দলগুলো। সূত্র: ক্রিকেট পাকিস্তান ডটকম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে