মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৯, ১২:৫২:২২

যারা আমার বয়স নিয়ে কথা বলে তাদের ভাবার টাইম নেই: রশিদ খান

যারা আমার বয়স নিয়ে কথা বলে তাদের ভাবার টাইম নেই: রশিদ খান

স্পোর্টস ডেস্ক: বেশ কিছুদিন ধরেই আলোচিত বিষয় ছিল রশিদের বয়স। কেননা রশিদের চেহারার সাথে তার বয়সের যে কোন মিল নেই। তবে এবার রশিদ কথা বলেছেন তারা বয়স নিয়েই।

এই ব্যাপারে তিনি বলেন ,’ ক্রিকেট মানেই চাপ। আপনি অধিনায়ক হন বা ২০ বছরের হন বা ৩০ বছরের হন বা যে বয়সই হোক- সেটা কোনো ব্যাপার নয়। এটা ভাববার কোনো বিষয় নয়। ক্রিকেটে চাপ থাকবেই। আপনি যে বয়সেরই হন না কেন।’

নিজেকে তরুণ দাবি করে রশিদের ভাষ্য, তিনি ক্রিকেট উপভোগ করেন এবং মানুষ কী বলছে তাতে কর্ণপাত করেন না। আর তাই তার বয়স নিয়ে যারা কানাঘুষা করেন- ভাবেন না তাদের নিয়েও।

তিনি আরো বলেন ,’ ‘হ্যাঁ, আমি তরুণ। আমি সবসময় উপভোগ করি। আমার বোলিং উপভোগ করি এবং কঠোর চেষ্টা চালিয়ে যাই। আমি শুধু এই বিষয়টিই করতে পারি। মানুষ কী ভাবছে তা নিয়ে চিন্তা করলে হবে না। মানুষের জন্য খেলি না, দল ও দেশের জন্য খেলি। যারা বয়স নিয়ে কথা বলে তাদের ভাবার টাইম নেই।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে