মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৯, ০৯:০৫:৩১

বাংলাদেশ থেকে অবসর নেওয়া অবশ্যউ গর্বের বিষয়: মাসাকাদজা

 বাংলাদেশ থেকে অবসর নেওয়া অবশ্যউ গর্বের বিষয়: মাসাকাদজা

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ সফরেই অবসরের ঘোষণা দেন মাসাকাদজা। এবার তো জানিয়েই দিলেন যে বাংলাদেশ অবস্রের নেওয়াই তার জন্য গর্বের কিছু। আজকে এই ব্যাপারেই যে কথা বলেছেন তিনি।

এই ব্যাপারে তিনি বলেন ,’ লম্বা সময় নিয়ে ভেবেছি। অনেক দিন ধরে ক্রিকেট খেলছি। ক্যারিয়ারের এই পর্যায়ে আসার পর মনের কোণে একটি ভাবনা সবসময়ই থাকে যে কতদিন খেলব, কখন বিদায় নেব। বয়স ৩৬ হয়ে গেছে। গত কিছুদিন থেকে একটু গুরুত্ব দিয়েই ভাবছিলাম। বাংলাদেশ থেকে অবসর নেওয়া অবশ্যউ গর্বের বিষয়।’

তিনি আরো বলেন ,’ আমরা ভাবনা ছিল যে, আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে অবসরে যাব। সামনেই বাছাইপর্ব। কিন্তু আইসিসির নিষেধাজ্ঞায় আমরা বাছাই খেলতে পারছি না। পরের বড় টুর্নামেন্ট বলতে গেলে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ। ততদিন পর্যন্ত আমার থাকার কারণ নেই। তাই আর জায়গা আটকে রাখতে চাইনি। নতুন কেউ এসে পরের বিশ্বকাপের জন্য প্রস্তুত হোক। সব মিলিয়েই এখন বিদায় জানানোর উপযুক্ত সময় মনে হয়েছে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে