বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৯, ০১:৩৫:০৯

দক্ষিণ আফ্রিকা সিরিজের মধ্যেই এ কি সিদ্ধান্ত শিখর ধাওয়ান ও রিশভ পান্ত

দক্ষিণ আফ্রিকা সিরিজের মধ্যেই এ কি সিদ্ধান্ত শিখর ধাওয়ান ও রিশভ পান্ত

স্পোর্টস ডেস্ক : সচরাচর আন্তর্জাতিক ক্রিকেটারদের ঘরোয়া টুর্নামেন্টে মাঠে নামতে দেখা যায় না। জাতীয় দলের নিয়মিত তারকারা কদাচিত্‍ই রাজ্য দলের হয়ে মাঠে নামেন। সামনে টিম ইন্ডিয়ার লম্বা ঘরোয়া মরশুম থাকা সত্বেও ব্যতিক্রমী সিদ্ধান্ত নিলেন শিখর ধাওয়ান, রিষভ পান্তরা। 

আসন্ন বিজয় হাজারে ট্রফিতে দিল্লির হয়ে খেলার বিষয়ে সিদ্ধান্ত নিলেন টিম ইন্ডিয়ার দুই তারকা। শুধু ধাওয়ান ও পান্তই নন, দিল্লির হয়ে জাতীয় ওয়ান ডে টুর্নামেন্টে মাঠে নামবেন জাতীয় দলে নবাগত নভদীপ সাইনিও। 

এমনটাই জানিয়েছেন দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি রজত শর্মা। তিনি আশা প্রকাশ করেন যে, সময় পেলে বিরাট কোহলি, ইশান্ত শর্মাদের মতো তারকারাও দিল্লির হয়ে ঘরোয়া ক্রিকেট খেলতে নামবেন।

আগামী ২৪ সেপ্টেম্বর বিদর্ভের বিরুদ্ধে বিজয় হাজারে অভিযান শুরু করতে চলেছে দিল্লি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের তিন ম্যাচের টি-২০ সিরিজ শেষ হবে ২২ সেপ্টেম্বর। রিষভ পন্ত প্রোটিয়াদের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার টেস্ট দলে জায়গা পেয়েছেন। স্বাভাবিকভাবেই বিজয় হাজারের প্রথম কয়েকটা ম্যাচের পরেই তিনি পুনরায় জাতীয় দলে যোগ দেবেন। তবে শিখর ধাওয়ানের গোটা টুর্নামেন্টে খেলতে নামার কথা।

ডিডিসিএ সভাপতি রজত শর্মা বলেন, প্রথম সুযোগেই ধাওয়ান, পান্তদের মতো আন্তর্জাতিক ক্রিকেটাররা দিল্লির হয়ে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছেন। এর থেকে ভালো খবর আর কিছু হয় না। বিরাট এবং ইশান্তও রাজ্য দলের হয়ে মাঠে নামতে ইচ্ছুক। আমি নিশ্চিত ওরা সুযোগ পেলেই দিল্লির হয়ে খেলতে নামবে। 

তিনি বলেন, ডিডিসিএ'র বার্ষিক অনুষ্ঠানে বিরাট সমর্থকদের প্রতিশ্রুতি দিয়েছে রাজ্য দলের হয়ে আবার মাঠে নামার। এটাই প্রমাণ করে যে, দিল্লির ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং ক্রিকেটাররা একযোগে রাজ্য ক্রিকেটের উন্নতি ও ট্রফি জয়ের শরিক হতে চায়।'

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে