বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৯, ১১:১৯:১৯

আজ ওপেনিংয়ে ব্যাটিং ...

আজ ওপেনিংয়ে ব্যাটিং ...

স্পোর্টস ডেস্ক : এক অস্থির সময়ের মধ্য দিয়ে চলছে বাংলাদেশ দল! মাঠে নামার সুযোগ পাওয়ার আগেই প্রথম দুই ম্যাচের স্কোয়াডে থাকা তিনজন বাদ পড়েছেন। তাই গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচের জন্য যে পাঁচজন স্কোয়াডে এসেছেন, তাদের মাঠে নামা নিয়েও একটা সন্দেহ থেকেই যাচ্ছে। সে শঙ্কার মধ্যেই আজ বুধবার জিম্বাবুয়ের বিপক্ষে ওপেনিংয়ে ব্যাটিংয়ে নাঈম শেখের অভিষেকের সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার অনুশীলনে কোচ রাসেল ডমিঙ্গো পাশাপাশি নেটে ব্যাটিং করতে নামিয়ে দেন দলে আসা দুই নতুন নাঈম শেখ ও নাজমুল হোসেন শান্তকে। প্রথমে নাঈমের একটি শট দেখে খুশি হয়ে উঠেছিলেন কোচ। কিন্তু পরে খুব একটা মন ভরানো ব্যাটিং করতে পারেননি নাঈম। জাতীয় দলের নেটে প্রথম দিন বলেই হয়তো-বা কিছুটা নার্ভাস ছিলেন তিনি। সে তুলনায় নাজমুল হোসেন শান্ত বেশ স্বচ্ছন্দই ছিলেন।

শান্তর জন্য জাতীয় দল নতুন নয়। টি২০ না খেললেও তিনি টেস্ট ও ওয়ানডে খেলে ফেলেছেন। তবে মঙ্গলবারের অনুশীলনে কিছুটা জড়তা থাকলেও গত মাসে আফগানিস্তান 'এ' দলের বিপক্ষে ৫০ ওভারের ম্যাচে ১৩৬ রানের ইনিংস খেলায় এগিয়ে আছেন নাঈম। সেন্টার উইকেটে নাঈমের বড় শট খেলা দেখেও তার অভিষেকের ইঙ্গিত পাওয়া গেল।

মঙ্গলবারের অনুশীলনে আরেক নবীন লেগস্পিনার আমিনুল ইসলাম বিপ্লবের ওপরও নজর ছিল সবার। তবে নেটে তার বল খুব একটা টার্ন করতে দেখা যায়নি। লাইন-লেন্থও খুব একটা ভালো ছিল না। তবে অনূর্ধ্ব-১৯ দল থেকে আসা আমিনুলের জন্যও মঙ্গলবার ছিল জাতীয় দলে প্রথম দিন। তিনিও সম্ভবত নার্ভাস ছিলেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে