বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৯, ১০:৩৮:১২

দারুণ জয়ে বিশাল অবদান তরুণ টাইগার বিপ্লবের আগুন ঝড়া বোলিং তাণ্ডব

দারুণ জয়ে বিশাল অবদান তরুণ টাইগার বিপ্লবের আগুন ঝড়া বোলিং তাণ্ডব

স্পোর্টস ডেস্ক : ত্রিদেশীয় সিরিজের চতুর্থ ম্যাচে বাংলাদেশ জিম্বাবুয়েকে ৩৯ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে। এর আগে ব্যাট করতে নেমে মাহমুদউল্লাহ রিয়াদের ফিফটিতে জিম্বাবুয়েকে ১৭৬ রানের চ্যালেঞ্জিং টার্গেট দিয়েছে বাংলাদেশ।

শেষ বলে বাউন্ডারি মেরে দারুন ফিনিশিংয়ের পর বোলিংয়ে নেমে আবারো ইনিংসের প্রথম ওভারেই উইকেট তুলে নিয়েছে মোহাম্মদ সাইফুদ্দিন। পঞ্চম বলে টেলরকে ০ রানে বিদায় করে দেন এই পেস অলরাউন্ডার।

পরের ওভারেই ওয়ান ডাউনে নামা চাকাভাকে এবার ০ রানে বোল্ড করে প্যাভিলিয়নের পথ দেখান সাকিব। দলে ফিরে উইকেট নেওয়ার প্রতিযোগিতায় যোগ দেন শফিউল। প্রথম ওভারেই উইলিয়ামসনকে ফেরত পাঠান ব্যক্তিগত ২ রানে।

এরপর চমক দেখান লেগ স্পিনার আমিনুল ইসলাম। অভিষেক দ্বিতীয় বলেই মুটোম্বজিকে আউট করে তুলে নেন ক্যারিয়ারের প্রথম উইকেট। রায়ান বার্লকে টিকতে দেননি শফিউল।

নিজের দ্বিতীয় ওভারেও আমিনুল তুলে নেন উইকেট। এবার তার গুগলিতে পরাস্ত হয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা। এর পরে সাথে সাথে রান আউট হলো নেভিলি মাডজিভা। তার ৫৪ রান করে আউট রিচমন্ড মোটোম্বামি। পরে একে একে অল আউট হয়ে যায় জিম্বাবুয়ে।
তরুণ টাইগার বিপ্লবের আগুন ঝড়া বোলিং তাণ্ডব ও মাহমুদউল্লাহর ব্যাটিংয়ে বাংলাদেশ ৩৯ রানে দারুণ জয় পায়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে