বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০৭:০৮

আজ জয়ের পর আফগানদের দেখে নেওয়ার হু'মকি সাকিবের

আজ জয়ের পর আফগানদের দেখে নেওয়ার হু'মকি সাকিবের

স্পোর্টস ডেস্ক : আজ জিম্বাবুয়ের মুখোমুখি হওয়ার আগে অধিনায়ক সাকিবের মুখে তাই হাসি ফোটেনি। কিন্তু জয় তুলে নেওয়ার পর হাসি ফুটেছে, কারণ দল প্রত্যাশিত পারফরম্যান্স দেখানোর পথে ফিরেছে। ৩৯ রানের বড় ব্যবধানে জিতেছে বাংলাদেশ।

আফগানিস্তানের বিপক্ষে গ্রুপপর্বে এক ম্যাচ হাতে রেখেই ফাইনালে উঠলো বাংলাদেশ। ফাইনালে রশিদ খানের দলেরই মুখোমুখি হতে হবে সাকিবদের। তার আগে গ্রুপপর্বে লড়াইয়ে দেখে নেওয়ার হুমকি দিয়ে রাখলেন বাংলাদেশ অধিনায়ক। 

সাকিব তা ভালোভাবেই জানেন, তাই জয়ের সুরই ঝরল তার কণ্ঠে, ‘আফগানিস্তানের বিপক্ষে পরের ম্যাচটা জিততে পারলে ফাইনালে যাওয়ার আগে তা মানসিকভাবে আমাদের এগিয়ে দেবে। টি-টোয়েন্টিতে এটি গুরুত্বপূর্ণ।’

আফগানদের বিপক্ষে আগের ম্যাচ হেরেছে বাংলাদেশ। তার আগে হারতে হয়েছে টেস্টেও। ঘা-টা তাই এখনো দগদগে। দল যেহেতু ফাইনালে উঠে চনমনে মেজাজে আছে তাই ঘা যতটুকু সম্ভব শুকিয়ে নেওয়ার এটাই মোক্ষম সময়—সাকিব কিন্তু তা ভালোই জানেন।

অধিনায়কের মন থেকে এ প্রশ্ন দূর করেছেন দলের বোলাররা। সাকিব তাই বোলারদের প্রাপ্য কৃতিত্বই দিলেন। ম্যাচ শেষে বললেন, ‘ব্যাটিংয়ে ভালো শুরু পেয়েছিলাম। কিন্তু প্রত্যাশামতো শেষ করতে পারিনি। তবে বোলাররা দুর্দান্ত ছিল, ফিল্ডাররাও।’

ভালো ফিল্ডিং বোলারদের কীভাবে সহায়তা করেছে তার ব্যাখ্যাও দিলেন বাংলাদেশ অধিনায়ক, ‘এটা (ফিল্ডিং) পাঁচ বোলারকেই সহায়তা করেছে কারণ টি-টোয়েন্টি ম্যাচে বোলারদের ম্যাচ জেতাতে খুব বেশি দেখা যায় না।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে