বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৯, ১২:২৯:৫৬

ম্যাচসেরা হয়ে সাফল্যের পেছনের গল্প শোনালেন মাহমুদউল্লাহ

ম্যাচসেরা হয়ে সাফল্যের পেছনের গল্প শোনালেন মাহমুদউল্লাহ

স্পোর্টস ডেস্ক: ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে আজ মাঠে নেমেছিল বাংলাদেশ দল। এই ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ৩৯ রানের জয় পায় বাংলাদেশ। আর এই জয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ।

এই ম্যাচে দুর্দান্ত খেলেছেন বাংলাদেশ দলের অন্যতম অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। ৪১ বলে ১ চার ও ৫ ছয়ে ৬২ রান করেন মাহমুদউল্লাহ। যার ফলে ম্যাচসেরা হয়েছেন। ম্যাচসেরা হয়ে সাফল্যের পেছনের গল্প শুনিয়েছেন মাহমুদউল্লাহ।

তিনি বলেন, ‘আমি প্রথম বল থেকে মেরে খেলার চিন্তায় ছিলাম। ইতিবাচক খেলার চেষ্টা করেছি। সেই অনুযায়ী চেষ্টাও করেছি। লিটন, সাকিব, মুশফিক সবাই ভালো ব্যাটিং করেছে। বোলাররাও তাদের ক্ষমতার ওপর ভরসা করেছে ফিল্ডাররা তাদের সুযোগ কাজে লাগিয়েছে।’

তিনি আরো বলেন, ‘আমি আরও ধারাবাহিক হতে চাই। দল আমার কাছ থেকে ধারাবাহিকতা প্রত্যাশা করে। সামনের ম্যাচেও আমাদের ভালো খেলার চেষ্টা থাকবে। কেননা এরপর ফাইনাল আছে। আমাদের আত্মবিশ্বাস অর্জন করতে হবে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে