বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৯, ০১:০৭:৪৩

অভিষেকেই চমক দেয়া বিপ্লবকে নিয়ে যা বললেন ম্যাচসেরা মাহমুদউল্লাহ

অভিষেকেই চমক দেয়া বিপ্লবকে নিয়ে যা বললেন ম্যাচসেরা মাহমুদউল্লাহ

স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের নায়ক মাহমুদউল্লাহর মনে হয়েছে আমিনুল ইসলাম বিপ্লবের মধ্যে 'এক্স-ফ্যাক্টর' আছে। দলে আমিনুলের আকস্মিক অন্তর্ভুক্তি নিয়ে অনেক কথাই হয়েছে গত দুদিনে।

বিসিবির হাইপারফরম্যান্স (এইচপি) দল থেকে তাকে সরাসরি আনা হয়েছে জাতীয় দলে। তিনি খেলছেন আবার লেগ স্পিনার হিসেবে। অথচ প্রতিযোগিতামূলক ক্রিকেট তিনি খেলেছেন মূলত ব্যাটসম্যান হিসেবে। ১৯ বছর বয়সী লেগ স্পিনারের বোলিং দেখে ভীষণ মুগ্ধ মাহমুদউল্লাহ রিয়াদ।

তিনি বলেন, আজ যখন মাঠে নামছিলাম খুব করে চাইছিলাম বিপ্লব (আমিনুল) খুব ভালো করুক। আমি ব্যক্তিগতভাবে তাকে চিনতাম না। ওর খেলাও দেখিনি কখনো। যখন ওকে নেটে দেখলাম, মনে হলো ওর মধ্যে এক্স-ফ্যাক্টর আছে। খুব চাইছিলাম যেন সে ভালো করে। 

মাহমুদউল্লাহ বলেন, বিপ্লবের পারফরম্যান্স দেখে অনেক খুশি। সাকিবকে বলছিলাম, সে যে সাহস নিয়ে বোলিং করেছে, দুর্দান্ত! ফিল্ডিং ভালো করে। ব্যাটিং সামর্থ্যও ভালো। যেভাবে শুরু করেছে আন্তর্জাতিক ক্রিকেট, এটা যদি ধরে রাখতে পারে বাংলাদেশকে আরও অনেক সাফল্য এনে দিতে পারবে সে।

তিনি বলেন, আন্তর্জাতিক অভিষেকে সবারই কম-বেশি স্নায়ুচাপ থাকে। ওকে আজ শুধু বলছিলাম যাই করো, বুকে সাহস নিয়ে করবে। ভয় নিয়ে খেললে আন্তর্জাতিক ক্রিকেটে টিকে থাকা যায় না। যা করবে মন খুলে। মনে হচ্ছিল কথাগুলো সে অনুভব করছিল এবং সেভাবেই বোলিং করেছে। 

মাহমুদউল্লাহ বলেন, বিপ্লবের বোলিং দেখে মনে হচ্ছিল সে বেশ আক্রমণাত্মক। তার ফিল্ডিং, শারীরিক ভাষাও বেশ আক্রমণাত্মক। টি-টোয়ন্টিতে এটা খুব দরকার। কখনো কখনো হয়তো এসব কাজে আসবে না। তবে বেশির ভাগ সময় কাজে আসবে। তবে অনেক খুশি যে সে ভালো করেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে