বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৯, ০২:৪৩:৪১

সেই ঘটনার বছর তিনেক পর এখন সাকিবের সতীর্থ সেই আফিফ-বিপ্লব!

সেই ঘটনার বছর তিনেক পর এখন সাকিবের সতীর্থ সেই আফিফ-বিপ্লব!

স্পোর্টস ডেস্ক : বছর তিনেক আগে বাংলাদেশের বয়সভিত্তিক দলের হয়ে ভারত সফরে গিয়েছিলেন দুই তরুণ আফিফ এবং বিপ্লব। তখন আবার আইপিএল খেলার জন্য ভারতেই অবস্থান করছিলেন বাংলাদেশ দলের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

বিশ্বসেরা অলরাউন্ডার তখন খেলতেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। বিদেশে গিয়ে জাতীয় দলের তারকা এবং বিশ্বের সেরা অলরাউন্ডার যখন এতোটা কাছে থাকেন, তখন দেখা না করলে হয়? তাই পুরো দল তখন চলে গিয়েছিল ইডেন গার্ডেন স্টেডিয়ামে, সাকিবের সঙ্গে দেখা করতে। সে দলে ছিলেন আফিফ এবং বিপ্লবও।

সেই ঘটনার বছর তিনেক পর এখন সাকিবের সতীর্থ সেই আফিফ-বিপ্লব! এবার আন্তর্জাতিক ক্রিকেটে জাতীয় দলে একইসঙ্গে দেখা হয়েছে সাকিব ও আফিফ-বিপ্লবদের। বয়সভিত্তিক দলের গণ্ডি পেরিয়ে সাকিব আল হাসানের নেতৃত্বেই আন্তর্জাতিক মঞ্চে খেলছেন এ দুই তরুণ। যা একপ্রকার স্বপ্নপূরণই বলা চলে।

সাকিবের সঙ্গে প্রথম ম্যাচে উজ্জ্বল পারফরম্যান্স দেখিয়েছেন আফিফ ও বিপ্লব দুজনেই। ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে মাত্র ২৬ বলে ৫২ রানের ইনিংস খেলে অসাধারণ এক জয় এনে দিয়েছিলেন আফিফ। এক ম্যাচ পর দলে এসে একই দলের বিপক্ষে মাত্র ১৮ রান খরচায় ২ উইকেট শিকার করেছেন আমিনুল বিপ্লব।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে