বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৯, ০২:৪৬:৩৪

শেষ পর্যন্ত দুই পরিবর্তন নিয়ে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ!

শেষ পর্যন্ত দুই পরিবর্তন নিয়ে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ!

স্পোর্টস ডেস্ক : গতকাল বুধবার বোলারদের দুর্দান্ত বোলিংয়ে জিম্বাবুয়েকে ৩৯ রানে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌঁছে গেলো সাকিব আল হাসানের দল। সে সঙ্গে ফাইনাল নিশ্চিত হলো আফগানিস্তানেরও।

এদিকে জিম্বাবুয়ের বিপক্ষে জিতলেই ফাইনাল। এই সমীকরণ নিয়েই খেলতে নামে বাংলাদেশ। কারণ, ঢাকা পর্বে আফগানিস্তানের কাছে হারলেও বাংলাদেশ ৩ উইকেটের ব্যবধানে জিতেছিল জিম্বাবুয়ের বিপক্ষে। অন্যদিকে জিম্বাবুয়ে হেরেছিল আফগানিস্তানের কাছে।

চট্টগ্রামে সেই জিম্বাবুয়েকে হারালেই বাংলাদেশের ফাইনাল নিশ্চিত। পরের ম্যাচে জিম্বাবুয়ে যদি আফগানদের হারিয়েও দেয়, তাতেও কোনো সমস্যা হবে না বাংলাদেশের। লাভ হবে না তাদেরও। কারণ, ইতিমধ্যে দুটি ম্যাচ জিতে ফেলেছে আফগানরাও। সুতরাং, বিদায় ঘটলো জিম্বাবুয়ের।

এদিকে আগামী শনিবার আফগানদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তবে শফিউল ইসলামের কামব্যাকটা ভালো হলেও আফগানদের বিপক্ষে ম্যাচে শফিউলের পরিবর্তে রুবেল হোসেনকে দলে নেয়াটা সুবিধাজঙ্ক বলে মনে করছেন বিসিবি প্রধান কোচ।

তাছাড়া গতকাল ফিল্ডিং করতে গিয়ে বাঁ হাতে ব্যথা পান। ম্যাচ শেষেই তার হাসপাতালে ছুটতে হয়। এরপর বাঁ-হাতে পড়েছে তিনটি সেলাই। ব্যথা আছে এখনও। সেটা দু’-একদিনেই হয়তো কমে যাবে। কিন্তু সেলাই নিয়ে খেলা প্রায় অসম্ভব হবে না তার। আর হাতে পড়া সেলাই খুলতেই লাগবে প্রায় সাতদিন। তার মধ্যে টি-২০ ত্রিদেশীয় সিরিজই শেষ হয়ে যাবে। সেক্ষেত্রে একাদশে আসতে পারে সাব্বির রহমান। শেষ পর্যন্ত দুই পরিবর্তন নিয়ে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ!

বাংলাদেশ একাদশঃ লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, আমিনুল ইসলাম বিপ্লব/সাব্বির রহমান, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে