শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৯, ১২:১১:৩৩

মাশরাফি একজন অনুপ্রেরণা, তার সঙ্গে খেলা এক প্রকার আশীর্বাদ : মাসাকাদজা

মাশরাফি একজন অনুপ্রেরণা, তার সঙ্গে খেলা এক প্রকার আশীর্বাদ : মাসাকাদজা

স্পোর্টস ডেস্ক : ত্রিদেশীয় সিরিজের প্রথম তিন ম্যাচে হেরে বিদায় নেয় জিম্বাবুয়ে। তবে আজ নিয়মরক্ষার ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমেছিল জিম্বাবুয়ে। সেই ম্যাচে মাসাকাদজার ৭১ রানের ইনিংসে ভর করে আফগানিস্তানকে ৭ উইকেটে হারায় জিম্বাবুয়ে।

আর এই ম্যাচটি ছিল জিম্বাবুয়ে অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজার শেষ ম্যাচ। ম্যাচশেষে বাংলাদেশে তার বিভিন্ন স্মৃতি নিয়ে কথা বলেছেন তিনি। একই সঙ্গে বিদায় বেলায় বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে স্মরণ করলেন তিনি।

জিম্বাবুয়ে অধিনায়ক বলেন, ‘বাংলাদেশে আমার ভালো খারাপ অনেক স্মৃতি আছে। এখানকার ঢাকা লিগে খেলেছি আমি। মাশরাফির সঙ্গে খেলেছি, অনেকেই তার গল্প জানে না।’

তিনি বলেন, ‘অনেকেই জানে না সে কি সব পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছে। সে একজন অনুপ্রেরণা, অনেক কিছু দেখেছে সে। বাংলাদেশকে অনেক কিছু দিয়েছে মাশরাফি। তার সঙ্গে অনেক সময় কাটিয়েছি। এক প্রকার আশীর্বাদই বলা যায় এটাকে।’

মাসাকাদজা বলেন, বাংলাদেশে খেলতে এসে অনেক বন্ধু হয়েছে তার। সেই সঙ্গে এখানকার মানুষের ক্রিকেটের প্রতি ভালোবাসা তাকে বরাবরই মুগ্ধ করে। বাংলাদেশ আমার দ্বিতীয় বাড়ির মতো, মনের মধ্যে বিশেষ জায়গা আছে দেশটির জন্য। এখানে আমার অনেক বন্ধু হয়েছে। বাংলাদেশের মানুষের ক্রিকেটের প্রতি ভালোবাসা আমাকে মুগ্ধ করে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে