শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৯, ০২:০৮:২৯

স্মৃতিচারণ করে বিদায় বেলায় মাশরাফিকে যে পরামর্শ দিয়ে গেলেন মাসাকাদজা

স্মৃতিচারণ করে বিদায় বেলায় মাশরাফিকে যে পরামর্শ দিয়ে গেলেন মাসাকাদজা

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ী ম্যাচে অবশ্য মাসাকাদজাকে আবেগ স্পর্শ করেনি খুব একটা। শেষটা রাঙানোর প্রত্যয়ে ৪২ বলে ৭১ রানের ইনিংস খেলে প্রথমবারের মতো (৯ বারের দেখায়) আফগানদের বিপক্ষে জিম্বাবুয়েকে এনে দিয়েছেন জয়। 

আন্তর্জাতিক ক্রিকেটে নিজের শেষ ম্যাচ, শেষ ইনিংসটা খেলার আগে পেয়েছেন ‘গার্ড অব অনার’। নেমেছেন বিশেষ জার্সি পরে। ম্যাচের পর পেয়েছেন বিসিবির বিশেষ সম্মাননা আর স্মারক উপহার। উপহার নিয়েই মাসাকাদজা এসেছেন সংবাদ সম্মেলনে।

উপহারের একটি হচ্ছে ফ্রেমে বাঁধানো ক্যারিয়ারের কিছু মুহূর্ত, সেখানে লেখা ‘থ্যাংকস মুধারা হ্যামি।’ জিম্বাবুয়ের আঞ্চলিক ভাষায় মুধারা মানে ‘পরিণত’। মাসাকাদজা এই ডাক নাম পেয়েছেন ক্যারিয়ারের শুরু থেকেই, মাত্র ১৭ বছর বয়সে। ক্যারিয়ারের উষালগ্নে মুগ্ধ করেছিলেন পরিণত ব্যাটিংয়ে, নামের সঙ্গে মিল রেখে শেষটাও করলেন একইভাবে।

মাসাকাদজা বিদায়ও নিলেন হাসিমুখে। নিজে দুর্দান্ত খেলেছেন, দল জিতেছে। ভীষণ সম্মান আর ভালোবাসা নিয়ে ছেড়েছেন মাঠ—একজন খেলোয়াড়ের কাছে এটাই তো অনেক বড় পাওয়া। যাওয়া সময় স্মরণ করলেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মোর্তুজার নাম।

মাসাকাদজা বলেন, ঢাকা লিগে সবচেয়ে আনন্দদায়ী স্মৃতি হচ্ছে মাশরাফি বিন মুর্তজার সঙ্গে ক্লাব ক্রিকেট খেলা। আমার মনে হয় তার গল্প অনেকেই জানে না। সে কিসের মধ্যে দিয়ে গেছে, সেটা জানে না। একবার আমি মাশরাফিকে বলেছিলাম, তোমার জীবন নিয়ে একটা বই লেখা উচিত। এটা সত্যি অনুপ্রেরণাদায়ী হবে। এই মানুষটা বাংলাদেশ ক্রিকেটকে যা দিয়েছে সেটা অনেকে হয়তো জানে না। তার সঙ্গে সময় কাটানো আমার জীবনের অন্যতম আনন্দদায়ী স্মৃতি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে