শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৯, ০৪:২৭:৩৩

দুই পরিবর্তন নিয়ে আফগানদের বিরুদ্ধে সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ

দুই পরিবর্তন নিয়ে আফগানদের বিরুদ্ধে সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : চলতি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে নিয়ম রক্ষার ম্যাচে আজ মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। দুই দল আগেই ফাইনাল নিশ্চিত করে ফেলেছে।

আফগানদের কাছে টেস্ট হারের পর, টি-টোয়েন্টিতেও হেরেছে সাকিবের দল। তাই আফগানিস্তানের বিপক্ষে জয় ছাড়া কিছু ভাবছে না টাইগাররা। এর আগে গত বুধবার জিম্বাবুয়ের বিপক্ষে আমিনুল ইসলাম বিপ্লব অভিষেক করেছিলেন।

১৯ বছর বয়সী এই লেগ স্পিনার দুর্দান্ত বোলিং উপহার দেন। দুটি উইকেট তুলে নিলেও হাতে চোট পান তিনি। আর তাই চট্টগ্রামের মাঠে তাকে দেখা যাচ্ছে না। এমনটাই জানাচ্ছে টিম ম্যানেজমেন্ট সূত্র।

বিপ্লবের বদলে এদিন ফেরার সম্ভাবনা রয়েছে তাইজুল ইসলাম। অন্যদিকে একাদশে আবারও জায়গা করে নিতে পারেন সাব্বির রহমান। অন্যদিকে শফিউল ইসলামের কামব্যাকটা ভালো হলেও আফগানদের বিপক্ষে ম্যাচে শফিউলের পরিবর্তে রুবেল হোসেনকে দলে নেয়াটা সুবিধাজঙ্ক বলে মনে করছেন বিসিবি প্রধান কোচ।

বাংলাদেশ সম্ভাব্য একাদশঃ লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, তাইজুল/সাব্বির, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে