রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৯, ০১:২১:১৭

অলরাউন্ডার হওয়ার জন্যই এসেছেন আফিফ

অলরাউন্ডার হওয়ার জন্যই এসেছেন আফিফ

স্পোর্টস ডেস্ক: অলরাউন্ডার হওয়ার জন্যই এসেছেন আফিফ।ব্যাট এবং বল হাতে বেশ তান্ডব দেখানোর জন্য প্রস্তুত থাকেন আফিফ। আজকের ম্যাচে বল আহতে ৩ ওভার বল করে ৯ রান দিয়ে ২ উইকেট তুলে নেন তিনি।

আজকের ম্যাচে আফিফের করা বলটি সুইপের চেষ্টা করেছিলেন জাজাই। বলটি টপ এজ হয়ে মুস্তাফিজের তালুবন্দী হয়। এর এক বল পরই আসগর আফগানকে নাজমুল হোসেন শান্তর ক্যাচ বানিয়ে ফেরান আফিফ। দুই উইকেট তুলে নেয়ার এই ওভারে কোনো রানই খরচা করেননি বাংলাদেশ অলরাউন্ডার।

বল হাতে আফিফের জ্বলে ওঠার উদাহরণ জাতীয় দলে প্রথমবারের মতো হলেও এমন কাজ তিনি আগেও করে দেখিয়েছেন। ২০১৬ সালে রাজশাহী কিংসের হয়ে নিজের বিপিএল অভিষেকেই ৫ উইকেট নিয়ে নজর কাড়েন তিনি। অবশ্য এমন নজরকাড়া পারফরম্যান্স থাকলেও জাতীয় দলে তাকে নেয়া হয়েছে ব্যাটসম্যান হিসেবেই।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে