রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৯, ১১:৫৩:০৮

জাতীয় দলে নয়, লিটন-সৌম্যকে এ দলে খেলাতে বললেন আফতাব

জাতীয় দলে নয়, লিটন-সৌম্যকে এ দলে খেলাতে বললেন আফতাব

স্পোর্টস ডেস্ক : প্রতিভা আছে। কিন্তু কাজে লাগাতে পারছেনা। জাতীয় দলে একের পর এক সুযোগ পেয়েও তারা হতাশ করছে দলকে। আর যারা এমন করবে তাদের এ দল বা এইচপি দলে খেলানোর কথা বলেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক তারকা আফতাব আহমেদ।

বিশ্বকাপে ব্যর্থ ছিল সৌম্য-লিটনের ব্যাট। কিন্তু তারপরও সুযোগ পেয়েছেন প্রায় প্রতিটি ম্যাচেই। বিশ্বকাপের পর শ্রীলঙ্কা সিরিজেও ব্যর্থ ছিলেন। ব্যর্থ চলমান টি-টুয়েন্টি সিরিজেও। অথচ এই সৌম্য-লিটনরা ঘরোয়া ক্রিকেটে চার-ছক্কার ফুলঝুরি ফোটান। তাই বলা যায় তাদের প্রতিভার কমতি নেই।

কিন্তু প্রতিভা দিয়েই তো সব হবে না। ছন্দে থাকতে হবে। আর ছন্দে থাকার জন্য জাতীয় দলে খারাপ করলে তাদের এ দল বা এইচপি দলে খেলানো উচিত বলে মনে করেন আফতাব আহমেদ।

তিনি বলেন, সৌম্য এবং লিটন প্রতিভাবান ব্যাটসম্যান। কিন্তু তারা মনে করেনি যে তাদের পারফর্ম করে জাতীয় দলে আসতে হবে। তাই আমি মনে করি যখন তারা জাতীয় দলে পারফর্ম করতে পারছেনা তখন তাদের এ দল কিংবা এইচপি দলে পাঠানো উচিত। এখানে ভালো করলে আবার জাতীয় দলে ফিরবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে