রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৯, ১১:৪৫:১৫

ইনশাল্লাহ ফাইনালে যদি জিততে পারি ৪-৩ হবে : সাইফউদ্দিন

ইনশাল্লাহ ফাইনালে যদি জিততে পারি ৪-৩ হবে : সাইফউদ্দিন

স্পোর্টস ডেস্ক : গতকালের পাওয়া জয়ের আত্মবিশ্বাস কাজে লাগিয়ে ভালো কইছু করতে চান এ তরুণ পেসার মোহাম্মদ সাইফউদ্দিন, ‘আমরা প্রতিটা ম্যাচই জেতার জন্য খেলি। যেহেতু আফগানিস্তানের সঙ্গে একটা ম্যাচ হেরেছিলাম, আমাদের ঘাটতিগুলো নিয়ে আমাদের কোচ, অধিনায়ক সবাই কথা বলেছে। ইনশাল্লাহ শতভাগ না দিলেও ৬০-৭০ ভাগ দিতে পারলেও ম্যাচ জিতা সম্ভব। যেটা আমরা গতকালই প্রমাণ করেছি।’

চলতি ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজ শুরুর আগে টি-টোয়েন্টিতে জয়ের পাল্লায় আফগানিস্তানের চেয়ে ১-৩ ব্যবধানে পিছিয়ে ছিল বাংলাদেশ। সেই ২০১৪ সালে জয়ের পর দেরাদুনে টানা তিনটি ম্যাচ হেরেছিল টাইগাররা। আর টুর্নামেন্টের শুরুতে হেরে ব্যবধান দাঁড়ায় ১-৪ এ।

এবার ফাইনালে জিতে তা আরও কমাতে চান সাইফউদ্দিন, ‘পরিসংখ্যান ছিল ৪-১ হয়তো। ওরা টি-টোয়েন্টি অনেক বেশি খেলে, ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে, কিছু খেলোয়াড় খুব অভিজ্ঞ। কিন্তু আমাদের দলেও অনেক অভিজ্ঞ খেলোয়াড় রয়েছে। যেহেতু আরও দুটি ম্যাচ ছিল আমাদের লক্ষ্য ছিল ৪-৩ করার। সে সুযোগটা এসে গেছে এরমধ্যেই। এখনই ৪-২ হয়েছে। ইনশাল্লাহ ফাইনালে যদি জিততে পারি ৪-৩ হবে, ব্যবধানটা কমবে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে